ইভান শিশকিন
ইভান ইভানোভিচ শিশকিন (রুশ: Ива́н Ива́нович Ши́шкин; ২৫ জানুয়ারি, ১৮৩২- ২০ মার্চ, ১৮৯৮) রাশিয়ার একজন বিখ্যাত নিসর্গ চিত্রকর। তিনি রাশিয়ান চিত্রকলায় পেরেদভিঝনিকি আন্দোলনের অন্যতম সদস্য।
ইভান শিশকিন | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২০ মার্চ ১৮৯৮ সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া | (বয়স ৬৬)
জাতীয়তা | রুশ |
পরিচিতির কারণ | চিত্রকর্ম |
উল্লেখযোগ্য কর্ম | মর্নিং ইন এ পাইন ফরেস্ট আ রাই ফিল্ড রেইন ইন অ্যান ওক ফরেস্ট |
আন্দোলন | Realism |
পৃষ্ঠপোষক | পাভেল ত্রেতিয়াকভ |
সংক্ষিপ্ত জীবনী
সম্পাদনাইভান শিশকিন বর্তমান তাতারস্তানের ইয়েলাবুগায় ১৮৩২ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি মস্কো স্কুল অব পেইন্টিং, স্কাল্পচার অ্যান্ড আর্কিটেকচারে চার বছর অধ্যয়ন করেন। পরবর্তীতে সেন্ট পিটার্সবার্গ ইম্পিরিয়াল অ্যাকাডেমি অব আর্টসে ১৮৫৬ থেকে ১৮৬০, এই চার বছর অধ্যয়ন করেন এবং সেখানে সর্বোচ্চ ডিগ্রিধারী স্নাতক ও স্বর্ণপদকপ্রাপ্ত হন। তিনি ইম্পিরিয়াল স্কলারশিপ লাভ করেন এবং আরও অধ্যয়নের জন্য ইউরোপ গমন করেন। পাঁচ বছর পর শিশকিন সেন্ট পিটার্সবার্গ ইম্পিরিয়াল অ্যাকাডেমির সদস্য হন এবং সেখানে ১৮৭৩ থেকে ১৮৯৮ পর্যন্ত অধ্যাপক হিসেবে কর্মরত থাকেন। একই সময়ে তিনি নৈসর্গিক চিত্রকর্ম শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
গ্যালারি
সম্পাদনামর্নিং ইন এ পাইন ফরেস্ট | আ রাই ফিল্ড | রেইন ইন অ্যান ওক ফরেস্ট |
বহিঃসংযোগ
সম্পাদনা- টেনেইস গ্যালারি, ইভান শিশকিন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ অক্টোবর ২০১৪ তারিখে
- ইভান শিশকিন, ট্রি গ্রোভ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ অক্টোবর ২০১৪ তারিখে চিত্রের বিবরণ।
- ইভান শিশকিনের সমগ্র চিত্রমালা।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |