ইভানোভিচ আলফারভ
পদার্থবিদ্যায় নোবেল পুরষ্কার বিজয়ী
ইভানোভিচ আলফারভ একজন বেলারুশ, সোভিয়েত এবং রাশিয়ান পদার্থবিজ্ঞানী ছিলেন। তিনি হেটারোট্রাঞ্জস্টর এর উদ্ভাবক। তিনি ২০০০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
ইভানোভিচ আলফারভ | |
---|---|
জন্ম | ইভানোভিচ আলফারভ ১৫ মার্চ ১৯৩০] |
মৃত্যু | ১ মার্চ ২০১৯ | (বয়স ৮৮)
জাতীয়তা | সোভিয়েত (১৯৯১ পর্যন্ত) / রাশিয়ান (১৯৯১ থেকে) |
মাতৃশিক্ষায়তন | V. I. Ulyanov Electrotechnical Institute |
পরিচিতির কারণ | হেটারোট্রাঞ্জিস্টর |
দাম্পত্য সঙ্গী | Tamara Darskaya (m. 1967) |
পুরস্কার | কিয়োটো প্রাইজ in Advanced Technology (2001) পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০০০) Demidov Prize (1999) Ioffe Prize (Russian Academy of Sciences, 1996) USSR State Prize (1984) লেনিন প্রাইজ (১৯৭২) টেমপ্লেট:অর্ডার অব লেনিন (১৯৮৬) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | ফলিত পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | Ioffe Physico-Technical Institute |
জীবনী
সম্পাদনাআলফারভ ১৯৩০ সালের ১৫ মার্চ জন্মগ্রহণ করেন।
গবেষণাক্ষেত্র
সম্পাদনা১৯৬২ সাল থেকেই আলফারভ অর্ধপরিবাহী হেটারোস্ট্রাকচার নিয়ে কাজ করছেন।
মৃত্যু
সম্পাদনাইভানোভিচ আলফারভ ২০১৯ সালের ১ মার্চ মৃত্যুবরণ করেন।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Interview of Zhores Alferov for Nevskoye Vremia, 2006[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Zhores Alferov, 88, Dies; Nobel Winner Paved Way for Laser Technology"। The New York Times। ২ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯।