ইভটিজিং (চলচ্চিত্র)
ইভটিজিং কাজী হায়াৎ রচিত ও পরিচালিত ২০১৩ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। কাজী মারুফ ফিল্মস্-এর ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন মোহাম্মদ মোকাররম সর্দার ও কাজী মারুফ। নারী উত্ত্যক্তকরণ নিয়ে নির্মিত চলচ্চিত্রটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন কাজী মারুফ, তমা মির্জা, মিজু আহমেদ, কাজী হায়াৎ ও কাবিলা। চলচ্চিত্রটির সুর ও সঙ্গীতায়োজন করেন সাগীর আহমেদ।
ইভটিজিং | |
---|---|
পরিচালক | কাজী হায়াৎ |
প্রযোজক |
|
রচয়িতা | কাজী হায়াৎ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | সাগীর আহমেদ |
চিত্রগ্রাহক | এস. এম. আজহার |
সম্পাদক | শহিদুল হক |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | কাজী হায়াৎ ফিল্মস্ |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৩ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ২০১৩ সালের ৬ই সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায় ও ব্যবসাসফল হয়। এটি ৩৫তম বাচসাস পুরস্কারে শ্রেষ্ঠ গায়িকা বিভাগে একটি পুরস্কার[১] এবং ১৬তম মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা চলচ্চিত্র - সমালোচক (মারুফ), সেরা চলচ্চিত্র পরিচালক - সমালোচক (হায়াৎ), ও সেরা চলচ্চিত্র অভিনেত্রী - সমালোচক (তমা) বিভাগে তিনটি মনোনয়ন লাভ করে।[২]
অভিনয়শিল্পী
সম্পাদনা- কাজী মারুফ - কাশেম আলী
- তমা মির্জা - কুলসুম
- মিজু আহমেদ - কানা মোল্লা
- কাজী হায়াৎ - মণি ডাক্তার
- কাবিলা - ডোম কানাই
- হাবিব খান
- সোহেল বাবু
- মোহাম্মদ আশরাফুল ইসলাম
- গোলাম মাওলা
- দুলারী
- নাসরিন
- রাশেদা চৌধুরী
- গুলশান আরা
- মারিয়া চৌধুরী - হোসনে আরা
- রুমা মুনতাসির
- ডাবলু বেপারী
- কবির
- দেলোয়ার হোসেন
- উজ্জ্বল
- মোঃ জাকির হোসেন
- বুলেট
- এস. আই. সালাউদ্দিন
- এস. আই. রফিকুল ইসলাম
- নিরঞ্জন বিশ্বাস
- সাহদাত হোসেন
- আলাউদ্দিন
- জাহানারা
সঙ্গীত
সম্পাদনাইভটিজিং চলচ্চিত্রটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সাগীর আহমেদ। গানের গীত লিখেছেন মুনশী ওয়াদুদ, ঠাকুর দ্বীজদাস ও মজিবুর রহমান পলাশ। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, আলম আরা মিনু, ফকির সাহাবুদ্দিন, পুলক, বিউটি, নির্ঝর, সাগীর।
মুক্তি
সম্পাদনাচলচ্চিত্রটি ২০১৩ সালের ৬ই সেপ্টেম্বর বাংলাদেশে ৪৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৩] হল মালিক সমিতির হিসাব অনুযায়ী এটি সেই বছরের পঞ্চম সর্বোচ্চ ব্যবসাসফল চলচ্চিত্র।[৪]
পুরস্কার
সম্পাদনা- জয়: শ্রেষ্ঠ গায়িকা - সাবিনা ইয়াসমিন (গান: "সই লো সই")
- মনোনীত: সেরা চলচ্চিত্র (সমালোচক) - কাজী মারুফ
- মনোনীত: সেরা চলচ্চিত্র পরিচালক (সমালোচক) - কাজী হায়াৎ
- মনোনীত: সেরা চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) - তমা মির্জা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পাঁচ বছরের বাচসাস পুরস্কার পাচ্ছেন যারা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৬ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৩।
- ↑ "মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০১৩"। দৈনিক প্রথম আলো। ১৭ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৩।
- ↑ "আগামীকালের ছবি: ইভ টিজিং"। বাংলা মুভি ডেটাবেজ। ৫ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৪।
- ↑ হিমু, ফেরদৌসী (৩১ ডিসেম্বর ২০১৩)। "বারমাসের হিসাবে ঢালিউড"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে ইভটিজিং
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ইভটিজিং (ইংরেজি)