ইবনে ফজল শায়েখুজ্জামান
ইবনে ফজল শায়েখুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ই-ইন-সি, প্রধান প্রকৌশলী।[১] এবং সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) সাবেক কমান্ড্যান্ট।
ইবনে ফজল সায়েখুজ্জামান | |
---|---|
জন্ম | ৩১ ডিসেম্বর ১৯৬৬ |
আনুগত্য | বাংলাদেশ |
সেবা/ | বাংলাদেশ সেনাবাহিনী |
কার্যকাল | ১৯৮৭-২০২২ |
পদমর্যাদা | মেজর জেনারেল |
ইউনিট | ইঞ্জিনিয়ার্স কর্পস |
নেতৃত্বসমূহ |
|
যুদ্ধ/সংগ্রাম | উপসাগরীয় যুদ্ধ |
পুরস্কার | সেনা গৌরব পদক বিশিষ্ট সেবা পদক |
কর্মজীবন
সম্পাদনাশায়েখুজ্জামান ১৯৮৭ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমির ১৬তম দীর্ঘ কোর্সে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। তিনি পদাতিক ও যুদ্ধ কৌশল বিদ্যাপীঠে একজন প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। তিনি প্রথম উপসাগরীয় যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে বাংলাদেশ ডিট্যাচমেন্টের অংশ হিসেবে দায়িত্ব পালন করেন।[২] রানা প্লাজা ধসের পর উদ্ধারকারী কো-অর্ডিনেটর ছিলেন তিনি।[৩][৪]
শায়েখুজ্জামান একটি পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৯ম পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি সশস্ত্র বাহিনী বিভাগের পররাষ্ট্র ও প্রটোকল বিভাগের প্রধান ছিলেন। তিনি জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। ১৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান প্রকৌশলী নিযুক্ত হন।[২] তিনি ১৭ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত তিন বছর ধরে সি ইন সি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এর পরে, তিনি সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট হিসাবে পদায়ন করেন, যেখানে তিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ছিলেন।[৫] তিনি প্রয়াশ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের চেয়ারম্যানও ছিলেন।[৬]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাশায়েখুজ্জামান তানজিনা সাত্তারকে বিবাহিত এবং এক কন্যা ও এক পুত্রের জনক।[৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Army Swimming: 19th Infantry Division emerge champions"। UNB। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ মিলিটারী ইঞ্জিনিয়ার সার্ভিসেস। mes.org.bd। ১০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- ↑ Ahmed, Farid (১০ মে ২০১৩)। "Grim task of Dhaka rescue workers"। BBC News। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- ↑ "In Bangladesh, search for bodies from factory collapse ends"। Los Angeles Times। ১৩ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- ↑ "BAIUST"। baiust.edu.bd। ১০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- ↑ "Islami Bank Bangladesh Ltd: News & Events"। islamibankbd.com। ২৩ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- ↑ "Ibne Fazal Shayekhuzzaman, BSP (BAR), SGP, afwc, psc Details"। ৭ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২৪।