ইবনে ফজল শায়েখুজ্জামান

ইবনে ফজল শায়েখুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ই-ইন-সি, প্রধান প্রকৌশলী[] এবং সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) সাবেক কমান্ড্যান্ট।

ইবনে ফজল সায়েখুজ্জামান
মেজর জেনারেল সায়েখুজ্জামান
জন্ম (1966-12-31) ৩১ ডিসেম্বর ১৯৬৬ (বয়স ৫৮)
আনুগত্য বাংলাদেশ
সেবা/শাখা বাংলাদেশ সেনাবাহিনী
কার্যকাল১৯৮৭-২০২২
পদমর্যাদা মেজর জেনারেল
ইউনিটইঞ্জিনিয়ার্স কর্পস
নেতৃত্বসমূহ
যুদ্ধ/সংগ্রামউপসাগরীয় যুদ্ধ
পুরস্কার সেনা গৌরব পদক
বিশিষ্ট সেবা পদক

কর্মজীবন

সম্পাদনা

শায়েখুজ্জামান ১৯৮৭ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমির ১৬তম দীর্ঘ কোর্সে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। তিনি পদাতিক ও যুদ্ধ কৌশল বিদ্যাপীঠে একজন প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। তিনি প্রথম উপসাগরীয় যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে বাংলাদেশ ডিট্যাচমেন্টের অংশ হিসেবে দায়িত্ব পালন করেন।[] রানা প্লাজা ধসের পর উদ্ধারকারী কো-অর্ডিনেটর ছিলেন তিনি।[][]

শায়েখুজ্জামান একটি পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৯ম পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি সশস্ত্র বাহিনী বিভাগের পররাষ্ট্র ও প্রটোকল বিভাগের প্রধান ছিলেন। তিনি জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। ১৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান প্রকৌশলী নিযুক্ত হন।[] তিনি ১৭ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত তিন বছর ধরে সি ইন সি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এর পরে, তিনি সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট হিসাবে পদায়ন করেন, যেখানে তিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ছিলেন।[] তিনি প্রয়াশ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের চেয়ারম্যানও ছিলেন।[]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

শায়েখুজ্জামান তানজিনা সাত্তারকে বিবাহিত এবং এক কন্যা ও এক পুত্রের জনক।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Army Swimming: 19th Infantry Division emerge champions"UNB। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯ 
  2. মিলিটারী ইঞ্জিনিয়ার সার্ভিসেসmes.org.bd। ১০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯ 
  3. Ahmed, Farid (১০ মে ২০১৩)। "Grim task of Dhaka rescue workers"BBC News। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯ 
  4. "In Bangladesh, search for bodies from factory collapse ends"Los Angeles Times। ১৩ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯ 
  5. "BAIUST"baiust.edu.bd। ১০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯ 
  6. "Islami Bank Bangladesh Ltd: News & Events"islamibankbd.com। ২৩ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯ 
  7. "Ibne Fazal Shayekhuzzaman, BSP (BAR), SGP, afwc, psc Details"। ৭ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২৪