ইন্দ্রাশীষ রায়
ইন্দ্রাশীষ রায় একজন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। গানের ওপারে তিনি টিনটিন চরিত্রে অভিনয় করেন। পরে তিনি চন্দ্রকিরণ চৌধুরীর প্রধান চরিত্রে অভিনয় করেন, যিনি ধারাবাহিক নাটকের পুরুষ নায়ক ছিলেন। তিনি কৌশিক গাঙ্গুলীর রং মিলান্তির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। [২] স্টার জলসার ধূলোকণা চলচ্চিত্রে লালনের চরিত্রে অভিনয় করেও মন জয় করেন তিনি।
ইন্দ্রাশীষ রায় | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০৮ - বর্তমান |
পরিচিতির কারণ |
|
উচ্চতা | ৫'১১" |
দাম্পত্য সঙ্গী | সৌরভী তরফদার[১] |
কর্মজীবন
সম্পাদনাইন্দ্রাশীশ রায় ২০০৮ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অ্যান্ড দ্যায়ার ওয়াজ নট এভার আফটার-এ সহকারী পরিচালক হিসাবে তার কর্মজীবন শুরু করেন।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি ২০০৯ সালে আকাশ বাংলা চ্যানেলের টেলিভিশন সিরিজ "চ্যাম্পিয়ন"-এ অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি প্রতিপক্ষ রনি চরিত্রে অভিনয় করেছিলেন। ২০১০ সালে, তিনি বাংলা ধারাবাহিক "গানের ওপারে"-তে টিনটিন চরিত্রে অভিনয় করে তার বড় সাফল্য অর্জন করেন।[৩] এরপর, তিনি ২০১১ সালে স্টার জলসায় অদ্বিতীয়া ধারাবাহিকে পুরুষ মুখ্য চরিত্র, চন্দ্রকিরণ চৌধুরী ওরফে "চাঁদ" এর ভূমিকায় অভিনয় করেন।[৪]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনা- রং মিলান্তি
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Actor Indrasish Roy and wife Souravi test positive for COVID - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। ৮ জানুয়ারি ২০২২।
- ↑ Nag, Kushali (১২ সেপ্টেম্বর ২০১১)। "Rang Milanti premiere"। The Telegraph। Calcutta, India। ৭ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "গানের ওপারে ধারাবাহিক গানগুলো, অভিনয়ে"। Bhalobasha.in। ৫ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারী ৬, ২০২৫।
- ↑ "Adwitiya, Star Jalsa Serial..."। Bhalobasha.in। ২০১৪-০৩-০৭। ২০২৫-০১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৫-০১-০৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ইন্দ্রাশীষ রায় (ইংরেজি)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
নিম্নলিখিত নিবন্ধটির বর্তমানে "অন্য ভাষা" থেকে বাংলায় অনুবাদের কাজ চলছে। দয়া করে এটি অনুবাদ করে আমাদেরকে সহায়তা করুন। যদি অনুবাদ করা শেষ হয়ে থাকে তাহলে এই নোটিশটি সরিয়ে নিন। |