ইন্দর সেন
ভারতীয় বাংলা চলচ্চিত্র পরিচালক
ইন্দর সেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
ইন্দর সেন | |
---|---|
জন্ম | ভারত |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার |
কর্মজীবন | ১৯৬৯-১৯৯৪ |
তিনি ১৯৬০ এর দশক থেকে বেশ কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেন এবং অচিন্ত্য কুমার সেনগুপ্তের রচিত একই নামের গল্প অবলম্বনে প্রথম কদম ফুল চলচ্চিত্রের মাধ্যমেই তাঁর পরিচালনায় অভিষেক ঘটে।
১৯৯৫ সালে ইন্দর সেন তুমি যে আমার (১৯৯৪-সালের) চলচ্চিত্রের জন্য বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতির সেরা ভারতীয় চলচ্চিত্র বিভাগে পুরস্কার পান। [১]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনা- প্রথম কদম ফুল (১৯৬৯)
- পিকনিক (১৯৭২)
- অর্জুন (১৯৭৫)
- আসামি (১৯৭৬)
- সম্পর্ক (১৯৭৯)
- চামেলি মেমসাহেব (১৯৭৮)
- জাম্বু (১৯৮১)
- বন্দি বালাকা (১৯৮১)
- পিপাসা(১৯৮২)
- মন মানে না (১৯৯২)
- ঠিকানা (১৯৯১)
- তুমি যে আমার (১৯৯৪)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "BFJA Awards (1995)"। gomolo.com। gomolo। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ইন্দর সেন (ইংরেজি)
- ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে ইন্দর সেন (ইংরেজি)