ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়

ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (যা আইইউবি নামেও পরিচিত) বাংলাদেশের বেসরকারি পর্যায়ের একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম সারির সরকার অনুমোদিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি ঢাকা শহরের বসুন্ধরা এলাকায় অবস্থিত।[]

ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর লোগো
নীতিবাক্যমানুষকে শিক্ষা দেয় যা সে জানত না
ধরনবেসরকারি
স্থাপিত১৯৯৩
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যখন্দকার মো. ইফতেখার হায়দার (ভারপ্রাপ্ত)
শিক্ষার্থী৭,৩৭৮[]
ঠিকানা
প্লট ১৬, ব্লক বি, আফতাব উদ্দিন আহমেদ রোড, বসুন্ধরা
, ,
২৩°৪৮′৫৬″ উত্তর ৯০°২৫′৩৯″ পূর্ব / ২৩.৮১৫৫২২° উত্তর ৯০.৪২৭৫৭১° পূর্ব / 23.815522; 90.427571
পোশাকের রঙ         
সংক্ষিপ্ত নামআইইউবি
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটwww.iub.edu.bd
মানচিত্র

উপাচার্যগণ

সম্পাদনা

নিম্নোক্ত ব্যক্তিবর্গ ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:

স্কুল (অনুষদ) এবং বিভাগসমূহ

সম্পাদনা

স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ

  • হিসাববিজ্ঞান বিভাগ
  • অর্থনীতি বিভাগ
  • ফিন্যান্স বিভাগ
  • জেনারেল ম্যানেজমেন্ট বিভাগ
  • হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ
  • ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ
  • ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগ
  • মার্কেটিং বিভাগ

স্কুল অব ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস

  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
  • তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগ
  • ফিজিক্যাল সায়েন্স বিভাগ

স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেস

  • পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ
  • জীবন বিজ্ঞান বিভাগ

স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস

  • ইংরেজি বিভাগ
  • গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স
  • আইন বিভাগ
  • মিডিয়া ও যোগাযোগ বিভাগ
  • সামাজিক বিজ্ঞান ও মানবিক বিভাগ

স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথ

  • ফার্মেসি বিভাগ
  • পাবলিক হেলথ বিভাগ

বিদেশী ছাত্রদের জন্য স্টাডি প্রোগ্রাম

সম্পাদনা

লাইভ ইন ফিল্ড এক্সপেরিয়েন্স (LFE)

যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য এটি একটি বার্ষিক অনুষ্ঠান। প্রতি বছরে আমেরিকান শিক্ষার্থীরা আইইউবি এর শিক্ষার্থীদের সাথে দুই সপ্তাহ গ্রামে অবস্থান করে গ্রামীণ জীবন সম্পর্কে গবেষণা করার জন্য। এটি পৃষ্ঠপোষকতা করে হাইয়ার এডুকেশন কনসোর্টিয়াম অব আরবান অ্যাফেয়ার্স (এইচইসিইউএ)।

বাংলা ভাষা প্রোগ্রাম

প্রায় ১৫-২০ আমেরিকান শিক্ষার্থী বছরে একবার আইইউবি এর নয় সপ্তাহ ব্যাপী বাংলা ভাষা প্রোগ্রামে অংশ নেয়। আমেরিকান ইন্সটিউট অব বাংলাদেশ স্টাডিজ (AIBS) এর পৃষ্ঠপোষকতায় এই প্রোগ্রামটি শুরু হয়।

ইন্টার্নশিপ প্রোগ্রাম

বিদেশি শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য এবং উন্নয়ন বিষয়ে নিয়মিত ইন্টার্নশিপ প্রোগ্রাম এর ব্যবস্থা করে।

অ্যাকাডেমিক সুবিধাসমূহ

সম্পাদনা

বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে রয়েছে প্রায় ৩০,০০০ বই এবং ১০০ এরও অধিক পত্রিকা। এছাড়া এই গ্রন্থাগার থেকে অনলাইন এর মাধ্যমে এমারালড, জেস্তর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইত্যাদি থেকে তথ্যসংগ্রহ করার সুবিধা আছে।

ল্যাবরেটরি

সম্পাদনা

আইইউবিতে বর্তমানে ৫ টি ল্যাবরেটরি রয়েছে। একটি পদার্থ বিজ্ঞান ল্যাবরেটরি, ৩ টি কম্পিউটার ল্যাবরেটরি, ১ টেলিকম ল্যাবরেটরি, ১ টি ইলেক্ট্রনিক্স ল্যাবরেটরি।

উল্লেখযোগ্য শিক্ষার্থীগণ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "IUB At A Glance"www.iub.edu.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৭ 
  2. "আইইউবি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন"www.ugc.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৭ 
  3. "আইইউবি'র নতুন উপাচার্য অধ্যাপক তানভীর হাসান"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২২ ফেব্রুয়ারি ২০২১। ২৭ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১ 
  4. Hasan, Rakibul (৬ মে ২০১২)। "Destined for Glory"Star Campus। The Daily Star। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২৪ 
  5. "অপেক্ষার ফল পেলেন তুষি"দৈনিক দেশ রূপান্তর। ২০ অক্টোবর ২০১৯। 

বহিঃসংযোগ

সম্পাদনা