ইন্ডালো
ইন্ডালো (Indalo) বাংলাদেশি একটি সাইকেডেলিক রক ব্যান্ড। ২০১২ সালের শুরুর দিকে জুবায়ের হাসান এবং জন কবিরের হাত ধরে এই ব্যান্ড গঠিত হয়। ২০১৩ সালের আগস্টে তাদের প্রথম মৌলিক সঙ্গীত আই.এস.ডি (I.S.D) প্রকাশ করে।[১]
ইন্ডালো | |
---|---|
প্রাথমিক তথ্য | |
উদ্ভব | ঢাকা, বাংলাদেশ |
ধরন | |
কার্যকাল | ২০১২–বর্তমান |
লেবেল | মাশরুম এন্টারটেইনমেন্ট ইনক. |
সদস্য |
|
প্রাক্তন সদস্য |
|
ইতিহাস
সম্পাদনাব্ল্যাক ব্যান্ডের জন কবির, আসর ব্যান্ডের জুবায়ের হাসান এবং আহসান টিটু, নেমেসিস ব্যান্ডের দিও হক ইন্ডালো ব্যান্ডের আত্মপ্রকাশ ঘটান। প্রথমদিকে তাদের কোনো ব্যান্ড হিসেবে আত্মপ্রকাশের কোনো পরিকল্পনা ছিল না এবং তারা কেবল একসাথে তাদের পছন্দের গান কাভার করতেন।
২০১৩ সালের আগস্টে তাদের প্রথম মৌলিক গান আই.এস.ডি প্রকাশ করে। এই গান প্রকাশের পরেই টিটু ব্যান্ড ছেড়ে চলে যায় এবং তার জায়গা নেন বার্ট নন্দিত আরেং। পরবর্তীতে হঠাৎ হৃদরোগ এবং স্ট্রোকজনিত কারণে দিও হক পেশাগতভাবে ড্রাম বাজানো বন্ধ করে দেন। এবং ইন্ডালো ব্যান্ডের ড্রামার পদ থেকে অবসর নেন। দিও হক নেমেসিস ব্যান্ডেরও মূল ড্রামার ছিলেন। মোবারক হোসেন মিলন তাদের গান "মিথ্যায়" ড্রামার হিসেবে যুক্ত হয়েছিলেন। পরবর্তিতে কাজী ফারহান ড্রামার হিসেবে যোগদান করেন।[২]
অ্যালবাম সমূহ
সম্পাদনানিজস্ব
সম্পাদনাকখন কিভাবে এখানে কে জানে (২০১৫)[৩]
নং. | শিরোনাম | দৈর্ঘ্য |
---|---|---|
১. | "সেক" (Instrumental) | ৩:০৬ |
২. | "অলীক" | ৫:০১ |
৩. | "তোমার সকাল" | ৫:০৫ |
৪. | "দেয়ালঘড়ি" | ৫:১০ |
৫. | "অবশেষে" | ৫:৫৪ |
৬. | "প্ল্যাস্টিক" | ৩:২২ |
৭. | "পৌনঃপুনিক" | ৪:৪৭ |
৮. | "পাথরের আরালের ফুল" | ৪:৫৪ |
৯. | "আন্তঃনগর" | ৪:৩০ |
১০. | "ক্যানভাস" | ৩:২৯ |
১১. | "আই.এস.ডি" | ৩:৫৯ |
১২. | "অস্ফুট" | ২:৪৩ |
১৩. | "কে শুনবে" | ৪:৫৯ |
মোট দৈর্ঘ্য: | ৫৭:০৪ |
ইপি
সম্পাদনানতুন খামে পুরনো চিঠি (২০২১)[৪]
নং. | শিরোনাম | দৈর্ঘ্য |
---|---|---|
১. | "১৯৯৬" (Instrumental) | ৬:১৬ |
২. | "মিথ্যা" | ৪:৩০ |
৩. | "নেই প্রয়োজন" | ৪:৩৯ |
মোট দৈর্ঘ্য: | ১৫:২৬ |
সিঙ্গেল
সম্পাদনা- ছবি (নভেম্বর ২০১৭)
- হবেকি? (আগস্ট, ২০১৮)
- কখন কিভাবে এখানে কে জানে (২৪ সেপ্টেম্বর, ২০২১)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Salim, Imtiaz (২০১৪-১১-১৫)। "INDALO"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৩।
- ↑ Jahangir, Apurba (২০১৫-০৯-১৮)। "The Chronicles of #INDALOMEN"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৩।
- ↑ "Kokhon Kibhabe Ekhane Ke Jane by Indalo" (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৯-০৩।
- ↑ "Notun Khaame Purono Chithi - Single by Indalo" (ইংরেজি ভাষায়)। ২০২১-০৪-০৯।