ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (বাংলা: আন্তর্জাতিক ব্যবসায়, কৃষি এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়।[১] ১৯৯১ সালের বেসরকারী বিশ্ববিদ্যালয় আইনের আওতায় বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হয়।[২] ১৯৯২ সালে বিশ্ববিদ্যালয়টি ডিগ্রি প্রদান শুরু করে। থাইল্যান্ডের অ্যাসাম্পশন ইউনিভার্সিটি অব ব্যাংককের সাথে তাদের সহযোগিতা চুক্তি রয়েছে। বিশ্ববিদ্যালয়টি অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ এর সদস্য।[৩]
নীতিবাক্য | শেখার জন্য পরিকল্পিত একটি পরিবেশ |
---|---|
ধরন | বেসরকারি বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ১৯৯১ |
প্রতিষ্ঠাতা | প্রফেসর ড. মো. আলিমউল্ল্যা মিয়া |
ইআইআইএন | ১৩৬৬৪০ |
চেয়ারম্যান | জুবায়ের আলিম |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | অধ্যাপক ড. আবদুর রব |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৫০০+ |
ঠিকানা | সেক্টর-১০, উত্তরা মডেল টাউন , , ২৩°৫৩′১৮″ উত্তর ৯০°২৩′২৬″ পূর্ব / ২৩.৮৮৮৩০৯° উত্তর ৯০.৩৯০৬৮১° পূর্ব |
শিক্ষাঙ্গন | উত্তরা, ঢাকা |
সংক্ষিপ্ত নাম | আইইউবিএটি |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন , ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ |
ওয়েবসাইট | iubat |
ক্যাম্পাস
সম্পাদনাআইইউবিএটির সুবৃস্তিত ক্যাম্পাসের আয়তন ৫.২ একর। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তুরাগ নদীর তীরে অবস্থিত।
অনুষদসমূহ
সম্পাদনাপ্রকৌশল ও প্রযুক্তি অনুষদ
সম্পাদনা- ইলেক্ট্রিকাল ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ
- ব্যাচেলর অব সাইন্স ইন ইলেক্ট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ,আইইবি অনুমোদিত)
- কম্পিউটার প্রকৌশল বিভাগ
- ব্যাচেলর অব সাইন্স ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ,আইইবি অনুমোদিত)
- ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
- পুরকৌশল বিভাগ
- ব্যাচেলর অব সাইন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ,আইইবি অনুমোদিত)
- যন্ত্রপ্রকৌশল বিভাগ
- ব্যাচেলর অব সাইন্স ইন মেকানিকাল ইঞ্জিনিয়ারিং
কৃষি অনুষদ
সম্পাদনা- ব্যাচেলর অব সাইন্স ইন এগ্রিকালচার
ব্যবসা প্রশাসন অনুষদ
সম্পাদনা- ব্যাচেলর অব বিসনেস অ্যাডমিনিস্ট্রেশন
- মাস্টার অব বিসনেস অ্যাডমিনিস্ট্রেশন
নার্সিং অনুষদ
সম্পাদনা- ব্যাচেলর অব সাইন্স ইন নার্সিং (বাংলাদেশ নার্সিং কাউন্সিল অনুমোদিত)
পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা অনুষদ
সম্পাদনা- ব্যাচেলর অব আর্টস ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট
কলা ও বিজ্ঞান অনুষদ
সম্পাদনা- ব্যাচেলর অব আর্টস ইন ইকোনমিক্স
- ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ
গ্রন্থাগার
সম্পাদনাবিশ্ববিদ্যালয়টির গ্রন্থগারে আছে প্রায় ১৭,৭৭০ টি বই, ৭৬০ টি জার্নাল, ২৭৯৩ টি প্রাকটিকাম রিপোর্ট, ১২২ টি ক্যাসেট ও ৭০০ ডিভিডি এবং সিডি। বিশ্ববিদ্যালয়টির ছুটির দিন ব্যতীত সাধারনত সকাল ৮.৩০ থেকে রাত ৮.৩০ পর্যন্ত এটি খোলা থাকে।
ক্লাব
সম্পাদনাবিশ্ববিদ্যালয়টির সর্বমোট ৮টি ক্লাব আছে।
- ১. আইইউবিএটি রয়্যাল ক্লাব
- ২. আইইউবিএটি ব্লু
- ৩. আইইউবিএটি গোল্ড
- ৪. আইইউবিএটি জাগুয়ার
- ৫. আইইউবিএটি আইটি সোসাইটি: কম্পিউটার বিশেষ কিছু ছাত্রছাত্রীদের নিয়ে একটি সংগঠন। যেটা ছাত্র সম্পর্ক, ফিন্যান্স, একাডেমিক, সংস্কৃতি, ক্রীড়া, প্রকাশনা, এবং মিডিয়া, গণিত ক্লাব, পোগ্রামিং ক্লাব, রোবটিক্স ক্লাব নামে ৮ টি গ্রুপে বিভক্ত। বর্তমান কমিটিতে এর সদস্য সংখ্যা ৪৮।
- ৬. আইইউবিএটি প্রোগ্রামিং ক্লাব
- ৭. আইইউবিএটি রোয়াক্ট ক্লাব
- ৮. আইইউবিএটি রোবোটিক্স ক্লাব
স্কলারশীপ, বৃত্তি এবং ওয়েভার
সম্পাদনাবিশ্ববিদ্যালয়টি প্রতি সেমিস্টারে বিভিন্ন ধরনের স্কলারশীপ, বৃত্তি এবং ওয়েভার দিয়ে থাকে।
চিত্রশালা
সম্পাদনা-
একাডেমিক ভবন
-
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
-
মিলনায়তন
-
বিশ্ববিদ্যালয়ের মাঠ
-
মসজিদ এবং বাস্কেটবল কোর্ট
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন"। ১২ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১২।
- ↑ "Private University Act, 1992"। ২৫ এপ্রিল ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০০৭।
- ↑ About IUBAT। "Accreditation"। ২০০৬-০৯-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০২-১০।