ইনাতগঞ্জ ইউনিয়ন

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

ইনাতগঞ্জ ইউনিয়ন বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার একটি প্রশাসনিক এলাকা।

ইনাতগঞ্জ
ইউনিয়ন
ইনাতগঞ্জ সিলেট বিভাগ-এ অবস্থিত
ইনাতগঞ্জ
ইনাতগঞ্জ
ইনাতগঞ্জ বাংলাদেশ-এ অবস্থিত
ইনাতগঞ্জ
ইনাতগঞ্জ
বাংলাদেশে ইনাতগঞ্জ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৩৮′১৭.৯৯৯″ উত্তর ৯১°৩৪′৮.০০০″ পূর্ব / ২৪.৬৩৮৩৩৩০৬° উত্তর ৯১.৫৬৮৮৮৮৮৯° পূর্ব / 24.63833306; 91.56888889 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাহবিগঞ্জ জেলা
উপজেলানবীগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
স্থাপিত১৯৯৯
আসনহবিগঞ্জ-১
সরকার
 • ইউপি চেয়ারম্যাননুমান হুসেইন
আয়তন
 • মোট২,৩৬৬ হেক্টর (৫,৮৪৬ একর)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৪,২০৭
 • জনঘনত্ব১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৩৬ ৭৭ ৫১
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও আয়তন

সম্পাদনা

ইনাতগঞ্জ ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার উত্তর অংশে অবস্থিত একটি ইউনিয়ন। এই ইউনিয়নের উত্তর দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা, দক্ষিন দিকে কুর্শি ইউনিয়ন, পশ্চিম দিকে করগাঁও ইউনিয়নবড়ভাকৈর পূর্ব ইউনিয়ন এবং পূর্ব দিকে দীঘলবাক ইউনিয়ন অবস্থিত। ইনাতগঞ্জ ইউনিয়নের আয়তন ২২ বর্গ কিলোমিটার।

ইতিহাস

সম্পাদনা

এনায়েত উল্লা নামের এক ব্যক্তি প্রথম একটি ছোট দোকান দিয়েছিলেন এবং তার নামানুসারে ইনাতগঞ্জ বাজারের নামকরণ করা হয়। ইনাতগঞ্জ বাজার এক সময় এশিয়ার পাটের বাণিজ্য কেন্দ্র ছিলো। বর্তমানের ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় যে জায়গায় সেই জায়গায় ছিলো পাটের গুদাম। বড় বড় জাহাজ এসে ভীড় হতো ইনাতগঞ্জ বাজারের কিনারে, তখনকার সময় মানুষ ওখান থেকে জাহাজে করে বিদেশ গমন করতো। এখনও ঐ জাহাজের নিদর্শন দেখতে পাওয়া যায় ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভিতর।

প্রশাসনিক বিন্যাস

সম্পাদনা

১৭টি মৌজা নিয়ে গঠিত এই ইউনিয়টিতে গ্রামের সংখ্যা ৩৫টি।[]

জনসংখ্যা উপাত্ত

সম্পাদনা

এই ইউনিয়নের লোক সংখ্যা ২৭৬৫৩ জন ও পরিবারের সংখ্যা ৩৬৬৮টি।[]

শিক্ষা

সম্পাদনা

এখানকার শিক্ষার হার ৭৩%। এখানে মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা নিম্নরূপ:[]

  • সরকারি প্রাথমিক বিদ্যালয় - ১২ টি,
  • মাদ্রাসা - ২টি
    • মোস্তফাপুর আনোয়ারুল উলুম আলিম মাদরাসা
    • নাদামপুর হাফিজিয়া মাদ্রাসা।
  • উচ্চ বিদ্যালয় - ৩টি।
    • ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়
    • নাদামপুর উচ্চ বিদ্যালয়
    • ঘোলডোবা উচ্চ বিদ্যালয়
  • কলেজ -২টি
    • ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ,
    • নয়মৌজা কলেজ
  • বে-সরকারি বিদ্যালয় - ৩টি
    • পাঞ্জেরী কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র স্কুল,
    • ইনাতগঞ্জ ইসলামিক একাডেমি
    • টি ইউ কিন্ডারগার্ডেন

অন্যান্য স্থাপনা

সম্পাদনা
  1. ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়;
  2. নাদামপুর উচ্চ বিদ্যালয়;
  3. মোস্তফাপুর আলিম মাদ্রাসা;
  4. বিবিয়ানা গ্যাসক্ষেত্র;
  5. ২টি রাইস মিল;
  6. ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি;
  7. ইনাতগঞ্জ সরকারি হাসপাতাল;
  8. ইনাতগঞ্জ উমরপুর বাঁধ।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

হাট বাজার

সম্পাদনা
  • ইনাতগঞ্জ বাজার।
  • বান্দের বাজার।
  • ঘোলডোবা বাজার।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইনাতগঞ্জ ইউনিয়ন - জাতীয় তথ্য বাতায়ন"। ৯ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা