ইনসাইড নামিবিয়া নামিবিয়ার একটি মাসিক সাময়িকী। ম্যাগাজিনটি প্রথম সেপ্টেম্বর ২০০৪ সালে প্রকাশিত হয়েছিল। এর সদর দফতর উইন্ডহোকে। এটি বর্তমানে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিষয়কে অন্তর্ভুক্ত করে। এর সম্পাদনা এবং মালিকানায় রয়েছেন তাঙ্গেনি আমুপাধি[] ইনসাইড নামিবিয়া সরকারের সমালোচনা করে বলে মনে করা হয়। এর রাজনৈতিক কভারেজ বেশ কয়েকটি সাংবাদিকতার পুরস্কার পেয়েছে। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Insight Namibia - Meat for the Mind"Namibia Economist। ১৭ সেপ্টেম্বর ২০০৪। 
  2. Basler Afrika Bibliographien: ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১১-০৭-০৬ তারিখে Events

 

বহিঃসংযোগ

সম্পাদনা