ইনকিলাব মঞ্চ
ইনকিলাব মঞ্চ হলো জুলাই-আগষ্ট ২০২৪ সালে সংঘঠিত হওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার অভ্যুত্থান অনুপ্রাণিত সাংস্কৃতিক সংগঠন।[১][২] সংগঠনের লক্ষ্য হলো সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ করা।[২]
গঠিত | ১৩ আগস্ট ২০২৪ |
---|---|
প্রতিষ্ঠাস্থান | (অস্থায়ী) টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় |
অবস্থান |
|
মুখপাত্র | শরিফ ওসমান হাদি |
সদস্য সচিব | আব্দুল্লাহ আল জাবের |
ওয়েবসাইট | https://www.fb.com/inqilabmoncho |
দাবি
সম্পাদনাছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া বেশ কয়েকজন ছাত্র অভ্যুত্থান পরবর্তী নানা স্থানে খুন হতে থাকেন। এছাড়া আহত হন বেশ কয়েকজন। এজন্য আওয়ামী লীগকে দায়ী করেন ইনকিলাব মঞ্চের নেতারা। তারা এ ধরনের হামলাকে আওয়ামী লীগের পক্ষ থেকে গুপ্ত হত্যা বলেন।[৩] পরবর্তীতে ইনকিলাব মঞ্চ সরকারের কাছে ৩ টি দাবি করে । দাবিগুলো হলো[৪][৫][৬][৭][৮][৯][১০],
- গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে
- সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্ত হত্যা থেকে দেশপ্রেমিক ছাত্রজনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে
- প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ দেশের সব জুলাই-যোদ্ধাদের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে
কর্মসূচি
সম্পাদনাইনকিলাব মঞ্চ জুলাই বিপ্লবের সাথে সংহতি রেখে বিভিন্ন কর্মসূচি পালন করে। এর মধ্যে অন্যতম হলো, দেশব্যাপী গ্রাফিতি ও শ্লোগান পুনর্লিখন কর্মসূচি, শহীদি সপ্তাহ পালন[১১], দাবি আদায়ে অনশন[১২], স্বাধীনতা সংগ্রামের ছবি প্রদর্শনী, ভিডিও ডকুমেন্টেশন, শহীদি স্মৃতিকথা[১৩], গণসেজদা ও দ্রোহের গান কর্মসূচি[১৪]।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ইনকিলাব মঞ্চের গণঅনশন রোববার"। সমকাল। ২০ ডিসেম্বর ২০২৪।
- ↑ ক খ "জবি ইনকিলাব মঞ্চের নেতৃত্বে নূর মোহাম্মদ-শান্তা আক্তার"। কালবেলা। ২৪ ডিসেম্বর ২০২৪।
- ↑ "আওয়ামী লীগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইনকিলাব মঞ্চের"। Independent TV। ১৯ ডিসেম্বর ২০২৪।
- ↑ "তিন দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান"। একাত্তর। ২২ ডিসেম্বর ২০২৪।
- ↑ "প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান"। সময় টিভি। ২২ ডিসেম্বর ২০২৪।
- ↑ "৭ দিনের আলটিমেটাম, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের"। কালবেলা। ২৩ ডিসেম্বর ২০২৪।
- ↑ "কাকরাইল মোড়ে শুয়ে পড়লেন ইনকিলাব মঞ্চের নেতারা"। ঢাকা পোষ্ট। ২২ ডিসেম্বর ২০২৪।
- ↑ "যমুনার সামনে যেতে বাধা, কাকরাইলে শুয়ে পড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা"। বাংলাদেশ প্রতিদিন। ২২ ডিসেম্বর ২০২৪।
- ↑ "উপদেষ্টারা এসে দাবি না শুনলে সড়ক অবরোধ করবে ইনকিলাব মঞ্চ"। RTV। ২২ ডিসেম্বর ২০২৪।
- ↑ "আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে অনশন, স্মারকলিপি ইনকিলাব মঞ্চের"। প্রথম আলো। ২২ ডিসেম্বর ২০২৪।
- ↑ "শহীদি সপ্তাহ পালনের ঘোষণা ইনকিলাব মঞ্চের"। ইনকিলাব। ৩০ নভেম্বর ২০২৪।
- ↑ "দি পারেন নিরাপত্তা দেন, নইলে সরে যান: ইনকিলাব মঞ্চ"। সমকাল। ১৯ ডিসেম্বর ২০২৪।
- ↑ "শাহবাগে ইনকিলাব মঞ্চের 'বিজয়ের লাল জুলাই'"। জাগো নিউজ। ১৬ ডিসেম্বর ২০২৪।
- ↑ "শাহবাগে ইনকিলাব মঞ্চের গণসেজদা, দ্রোহের গান"। সমকাল। ১৬ আগস্ট ২০২৪।