ইনকিলাব মঞ্চ হলো জুলাই-আগষ্ট ২০২৪ সালে সংঘঠিত হওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার অভ্যুত্থান অনুপ্রাণিত সাংস্কৃতিক সংগঠন।[][] সংগঠনের লক্ষ্য হলো সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ করা।[]

ইনকিলাব মঞ্চ
ইনকিলাব মঞ্চের লোগো
গঠিত১৩ আগস্ট ২০২৪
প্রতিষ্ঠাস্থান(অস্থায়ী) টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
অবস্থান
মুখপাত্র
শরিফ ওসমান হাদি
সদস্য সচিব
আব্দুল্লাহ আল জাবের
ওয়েবসাইটhttps://www.fb.com/inqilabmoncho

ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া বেশ কয়েকজন ছাত্র অভ্যুত্থান পরবর্তী নানা স্থানে খুন হতে থাকেন। এছাড়া আহত হন বেশ কয়েকজন। এজন্য আওয়ামী লীগকে দায়ী করেন ইনকিলাব মঞ্চের নেতারা। তারা এ ধরনের হামলাকে আওয়ামী লীগের পক্ষ থেকে গুপ্ত হত্যা বলেন।[] পরবর্তীতে ইনকিলাব মঞ্চ সরকারের কাছে ৩ টি দাবি করে । দাবিগুলো হলো[][][][][][][১০],

  • গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে
  • সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্ত হত্যা থেকে দেশপ্রেমিক ছাত্রজনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে
  • প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ দেশের সব জুলাই-যোদ্ধাদের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে

কর্মসূচি

সম্পাদনা

ইনকিলাব মঞ্চ জুলাই বিপ্লবের সাথে সংহতি রেখে বিভিন্ন কর্মসূচি পালন করে। এর মধ্যে অন্যতম হলো, দেশব্যাপী গ্রাফিতি ও শ্লোগান পুনর্লিখন কর্মসূচি, শহীদি সপ্তাহ পালন[১১], দাবি আদায়ে অনশন[১২], স্বাধীনতা সংগ্রামের ছবি প্রদর্শনী, ভিডিও ডকুমেন্টেশন, শহীদি স্মৃতিকথা[১৩], গণসেজদা ও দ্রোহের গান কর্মসূচি[১৪]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইনকিলাব মঞ্চের গণঅনশন রোববার"সমকাল। ২০ ডিসেম্বর ২০২৪। 
  2. "জবি ইনকিলাব মঞ্চের নেতৃত্বে নূর মোহাম্মদ-শান্তা আক্তার"কালবেলা। ২৪ ডিসেম্বর ২০২৪। 
  3. "আওয়ামী লীগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইনকিলাব মঞ্চের"Independent TV। ১৯ ডিসেম্বর ২০২৪। 
  4. "তিন দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান"একাত্তর। ২২ ডিসেম্বর ২০২৪। 
  5. "প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান"সময় টিভি। ২২ ডিসেম্বর ২০২৪। 
  6. "৭ দিনের আলটিমেটাম, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের"কালবেলা। ২৩ ডিসেম্বর ২০২৪। 
  7. "কাকরাইল মোড়ে শুয়ে পড়লেন ইনকিলাব মঞ্চের নেতারা"ঢাকা পোষ্ট। ২২ ডিসেম্বর ২০২৪। 
  8. "যমুনার সামনে যেতে বাধা, কাকরাইলে শুয়ে পড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা"বাংলাদেশ প্রতিদিন। ২২ ডিসেম্বর ২০২৪। 
  9. "উপদেষ্টারা এসে দাবি না শুনলে সড়ক অবরোধ করবে ইনকিলাব মঞ্চ"RTV। ২২ ডিসেম্বর ২০২৪। 
  10. "আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে অনশন, স্মারকলিপি ইনকিলাব মঞ্চের"প্রথম আলো। ২২ ডিসেম্বর ২০২৪। 
  11. "শহীদি সপ্তাহ পালনের ঘোষণা ইনকিলাব মঞ্চের"ইনকিলাব। ৩০ নভেম্বর ২০২৪। 
  12. "দি পারেন নিরাপত্তা দেন, নইলে সরে যান: ইনকিলাব মঞ্চ"সমকাল। ১৯ ডিসেম্বর ২০২৪। 
  13. "শাহবাগে ইনকিলাব মঞ্চের 'বিজয়ের লাল জুলাই'"জাগো নিউজ। ১৬ ডিসেম্বর ২০২৪। 
  14. "শাহবাগে ইনকিলাব মঞ্চের গণসেজদা, দ্রোহের গান"সমকাল। ১৬ আগস্ট ২০২৪।