ইতালির ভূগোল
ইতালি বুট আকৃতির একটি উপদ্বীপ। এছাড়া সিসিলি, সার্দিনিয়া ও এল্বে ইতালির অন্তর্গত তিনটি প্রধান দ্বীপ।
ইতালিকে মূলত মহাদেশীয় ইতালি, উপদ্বীপীয় ইতালি এবং ইতালীয় সামুদ্রিক দ্বীপসমূহ - এই তিনটি প্রধান ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়।
মহাদেশীয় ইতালি, বা ইতালির উত্তরাঞ্চলের উত্তর প্রান্তসীমায় কেন্দ্রীয় আল্পস পর্বতমালা অবস্থিত। মঁ ব্লা ইতালি ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। আল্পসের দক্ষিণে রয়েছে পূর্ব-পশ্চিমে প্রবাহিত পো নদীর সমতল অববাহিকা। উপদ্বীপীয় ইতালির গোটা পূর্ব উপকূল জুড়ে মেরুদণ্ডের মত বিস্তৃত হয়ে আছে আপেনিন্নো পর্বতমালা।
ইতালীয় ভৌগোলিক অঞ্চল,[১][২] এর ঐতিহ্যগত এবং সর্বাধিক স্বীকৃত সীমাতে, এর আয়তন প্রায় ৩২৪,০০০ বর্গ কিলোমিটার (১২৫,০০০ বর্গ মাইল)।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Italia"। L'Enciclopedia Geografica (ইতালীয় ভাষায়)। I। De Agostini Ed.। ২০০৪। পৃষ্ঠা 78।
- ↑ "La presentazione di una storia delle frontiere orientali italiane: una occasione per riflettere sulle determinanti storiche, economiche e geopolitiche dei confini" (ইতালীয় ভাষায়)। Working Paper n. 2007-41, Università degli Studi di Milano। ২০০৭। এসটুসিআইডি 127530700। ডিওআই:10.2139/ssrn.1023852। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২২।