ইটাওয়া জেলা

উত্তর প্রদেশের একটি জেলা

ইটাওয়া জেলা ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পশ্চিম অংশের অন্যতম একটি জেলা। ইটাওয়া শহর এ জেলার সদর। এ জেলার মোট আয়তন ২৩১১ কিলোমিটার এবং এর জনসংখ্যা হল ১,৫৮১,৮১০ জন।

ইটাওয়া জেলা
উত্তর প্রদেশের জেলা
দেশভারত
রাজ্যউত্তর প্রদেশ
বিভাগকানপুর
সদরদপ্তরইটাওয়া
তহশিল
সরকার
 •  লোকসভা কেন্দ্রগুলিইটাওয়া, মাইনপুরি
 •  বিধানসভা কেন্দ্রগুলিভার্থনা, জসওয়ানগর, ও ইটাওয়া
আয়তন
 • মোট১০০ বর্গকিমি (৪০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৪)
 • মোট১৫,৮১,৮১০[]
 • পৌর এলাকাইটাওয়া শহর
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+০৫:৩০)
প্রধান মহাসড়কএনএইচ ১৯আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে এনএইচ ৭১৯
বিমানবন্দরসাইফাই বিমান-ক্ষেত্র
গড় বার্ষিক বৃষ্টিপাত৭৯২ মিমি
ওয়েবসাইটhttp://etawah.nic.in/

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে ইটাওয়া জেলার মোট জনসংখ্যা ১,৫৭৫,২৪৭ জন,[] যা গ্যাবোন রাষ্ট্রের প্রায় মোট জনসংখ্যার সমান বা মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহোর রাজ্যের জনসংখ্যার সমান। এ বিপুল জনসংখ্যা এটিকে ভারতে ৩১৬তম জনবহুল জেলায় স্থান দিয়েছে (মোট ৬৪০টি জেলার মধ্যে)। ইটাওয়া জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১৫৭ জন (প্রতি বর্গ মাইনে ৪১০ জন) বসবাস করে।২০০১-২০১১ এর দশকে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১২.৯১%। ইটাওয়া জেলায় প্রতি ১০০০ পুরুষের বিপরীতে ৯৭০ জন মহিলা লিঙ্গ অনুপাত রয়েছে এবং সাক্ষরতার হার ৭০.১৪%।

ঐতিহাসিক জনসংখ্যা
বছরজন.ব.প্র. ±%
১৯০১৪,৪৩,৪৮৯—    
১৯১১৪,১৭,৮৮২−০.৫৯%
১৯২১৪,০৩,১৯৭−০.৩৬%
১৯৩১৪,১০,০১৮+০.১৭%
১৯৪১৪,৮৫,৪১০+১.৭%
১৯৫১৫,৩৩,৫৬৯+০.৯৫%
১৯৬১৬,৪২,২৯৪+১.৮৭%
১৯৭১৭,৮২,৬৬৬+২%
১৯৮১৯,৩৯,০৩০+১.৮৪%
১৯৯১১১,৩০,৩৪০+১.৮৭%
২০০১১৩,৩৮,৮৭১+১.৭১%
২০১১১৫,৮১,৮১০+১.৬৮%
উৎস:[]

শিক্ষা

সম্পাদনা
  • চন্দ্র শেখর আজাদ কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • উত্তর প্রদেশ চিকিৎসা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়


যোগাযোগ

সম্পাদনা

ইটাওয়া জেলা সড়ক পথে জাতীয় রাজধানী দিল্লীসহ অন্যন্য গুরুত্বপূর্ণ শহরের সাথে যুক্ত।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০ 
  2. Decadal Variation In Population Since 1901