ইগবয়েড ভাষাসমূহ
ইগবয়েড ভাষাসমূহ ভোল্টা–নাইজার ভাষা পরিবারের শাখা-প্রশাখা গঠন করেছে। এর অন্তর্গত ভাষাসমূহ হচ্ছে ইকপেয়ে, উকুয়ানি এবং ইগবো ভাষা:
ইগবয়েড | |
---|---|
ভৌগোলিক বিস্তার | দক্ষিণ মধ্য নাইজেরিয়া, নিয়াজার নদীর নিম্নাঞ্চলে এবং পূর্ব, দক্ষিণ বেন্যু নদীর দিকে |
ভাষাগত শ্রেণীবিভাগ | নাইজার-কঙ্গো |
উপবিভাগ | |
গ্লটোলগ | igbo1258[১] |
উইলিয়ামসন এবং ব্লেঞ্চ সংজ্ঞায়িত করেছেন যে ইগবো ভাষা (ইকপেয়ে ব্যতীত ইগবয়েড) একটি "ভাষা গুচ্ছ" গঠন করেছে এবং এসব অনেকটা পারস্পরিকভাবে বোধগম্য।[২] যাইহোক, পারস্পরিক বোধগম্যতা শুধুমাত্র প্রান্তিকপর্যায়ে রয়েছে, ইজি–ইকয়ো–এজা–ম্গবো ভাষাসমূহের ক্ষেত্রেও।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "ইগবয়েড"। গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
- ↑ Williamson, Kay; Roger M. Blench (২০০০)। African languages: an introduction। Cambridge University Press।
- ↑ [১]