ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ
ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ ১৯৮৫ সালে বাংলাদেশের ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় প্রতিষ্ঠিত একটি সরকারি কলেজ।[১] কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার অন্তর্ভুক্ত।[২][৩]
ধরন | সরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১ জানুয়ারি ১৯৮৫ |
প্রতিষ্ঠাতা | আবদুল আউয়াল মিন্টু |
ইআইআইএন | ১০৬৫৫৩ |
অধ্যক্ষ | মোহাম্মদ মঞ্জুরুল হক পাপ্পু |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৪৮ |
স্নাতক | বি. বি. এ., বি. এ. (পাস), বি. এস. এস. (পাস), বি. বি. এস. (পাস) |
অন্যান্য শিক্ষার্থী | এইচ. এস. সি. |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | পৌর (০.৮৬ একর) |
ইআইআইএন | ১০৬৫৫৩ |
অধীনস্থ শিক্ষা বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনাকলেজটি ইকবাল হোসেন এর স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত হয়েছিলো। দূর্ভাগ্যবশতঃ সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তার বড় ভাই আবদুল আউয়াল মিন্টু তার নামানুসারে ১৯৮৫ সালে প্রতিষ্ঠা করেন ইকবাল মেমোরিয়াল কলেজ।[৪] প্রতিষ্ঠার পর থেকেই পাশ্ববর্তী সেনবাগ উপজেলা ও কোম্পানীগঞ্জ উপজেলা, নোয়াখালীর শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে আসছে। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি উপজেলায় সরকারি কলেজ প্রকল্পের অধীনে ০৮ আগস্ট, ২০১৮ সালে কলেজটিকে সরকারিকরণ করা হয়। সরকারিকৃত হওয়ার পর এর নাম পরিবর্তন করে রাখা হয় ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ।[১][৫][৬][৭]
অনুষদ এবং বিভাগসমূহ
সম্পাদনাবর্তমানে এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার অধীনে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাশ) এবং হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক পর্যায়ে পাঠদান ও সনদ প্রদান করে থাকে।[২]
ব্যবসায় প্রশাসন অনুষদ
সম্পাদনাএই অনুষদ নিম্নলিখিত বিভাগগুলি নিয়ে গঠিত:[২]
- হিসাববিজ্ঞান বিভাগ
- ব্যবস্থাপনা বিভাগ
অবকাঠামো
সম্পাদনা- মসজিদ
- মিলনায়তন
- জিমনেশিয়াম
- মাঠ
অন্যান্য
সম্পাদনাফলাফল
সম্পাদনাকলেজে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশের হারের তালিকাঃ[৮]
সাল | পরীক্ষার নাম | পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার |
---|---|---|---|---|
২০২০ | এইচএসসি | ৯৯৯ | ৯৯৯ | ১০০ |
২০২১ | এইচএসসি | ৮৭২ | ৮৬০ | ৯৮.৬২ |
২০২২ | এইচএসসি | ৭৭৯ | ৭৫৪ | ৯৬.৭৯ |
সংগঠন
সম্পাদনারাজনৈতিক
সম্পাদনা- বাংলাদেশ ছাত্রলীগ
- বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ
- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন
- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
- বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা
সাংস্কৃতিক
সম্পাদনা- ইংরেজি ক্লাব
- কম্পিউটার ক্লাব
- ল্যাঙ্গুয়েজ ক্লাব
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "পরিক্রমা, ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ"। imgc.edu.bd। ২০২৩-০৪-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০২।
- ↑ ক খ গ "জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইমেসক"। nubd.info। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০২।
- ↑ "কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ তালিকা" (পিডিএফ)। xiclassadmission.gov.bd। ২০২৩-০২-০৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০২।
- ↑ "সরকারি হচ্ছে দাগনভূঞার ইকবাল মেমোরিয়াল কলেজ"। natunfeni.com। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০২।
- ↑ "প্রতি উপজেলায় সরকারি স্কুল ও কলেজ হবে"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০২।
- ↑ "জাতীয়করণ হলো যে ২৭১ কলেজ (তালিকা)"। bd-journal.com। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০২।
- ↑ "সরকারি হচ্ছে ১৯৯ বেসরকারি কলেজ"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০২।
- ↑ "ফলাফল"। educationboardresults.gov.bd। ২০২২-১২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।