ইউসুফ আদিল শাহ
ইউসুফ আদিল শাহ (১৪৫০-১৫১০[২]) ছিলেন আদিল শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা যেটি প্রায় দুই শতাব্দী ধরে বিজাপুরের সালতানাত শাসন করেছিল। পর্তুগিজরা তাকে আদিল খান বা হিদালকাও নামে উল্লেখ করে থাকে।[৩] বিজাপুরে নতুন রাজবংশের প্রতিষ্ঠা করায় (যেটি আদিল শাহী রাজবংশ পরিচিত) ইউসুফ আদিল শাহকে বিজাপুর শহরের উন্নয়ন এবং এটিকে গুরুত্বপূর্ণ মর্যাদায় উন্নীত করার কৃতিত্ব দেওয়া হয়। মারাঠার এক সম্ভ্রান্ত ব্যক্তির কন্যাকে তিনি বিয়ে করেন।[৪][৫]
ইউসুফ আদিল শাহ | |||||
---|---|---|---|---|---|
আদিল শাহী | |||||
রাজত্ব | ১৪৯০–১৫১০[১] | ||||
উত্তরসূরি | ইসমাইল আদিল শাহ | ||||
মৃত্যু | ১৫১০ গোগী, শাহপুর, কর্ণাটক | ||||
দাম্পত্য সঙ্গী | বুবুজি খানম | ||||
বংশধর | ইসমাইল আদিল শাহ মরিয়ম সুলতান খাদিজা সুলতান বিবি সতী | ||||
| |||||
ধর্ম | শিয়া মুসলিম |
প্রাথমিক জীবন
সম্পাদনাইউসুফ আদিল শাহকে একজন জর্জিয়ান ক্রীতদাস হিসেবে উল্লেখ করা হয়,[৬][৭] যাকে ইরান থেকে মাহমুদ গাওয়ান ক্রয় করেছিল। অন্যান্য ঐতিহাসিকরা তাকে ফার্সি[৮] বা তুর্কী[৯][১০] বংশোদ্ভূত হিসেবে উল্লেখ করেছেন।
কিছু ইতিহাসবিদ ইউসুফকে উসমানীয় সুলতান দ্বিতীয় মুরাদের পুত্র হিসেবে উল্লেখ করেছেন।[১১][১২] ঐতিহাসিক ফেরিশতা লিখেন, ইউসুফ ছিলেন উসমানীয় সুলতান দ্বিতীয় মুরাদের একজন পলাতক পুত্র। তিনি এমন একটি ঘটনা উল্লেখ করেন, যা সাভা'র মির্জা মোহাম্মদ এবং বাহমানি রাজবংশের সদস্য খাজা নুজরের সাথে সম্পর্কিত। ফেরিশতা আরো লিখেন, এই উৎপত্তি শাহ জামালুদ্দিন হোসেন নিজেই করেছিলেন। তাজকিরাত উল মুলকের লেখক রফিউদ্দিন সিরাজী বলেছেন, ইউসুফ ছিলেন সাভা'র গভর্নর আহমেদ বেগের ভাগ্নে। আরেকটি উৎস বলে যে, তিনি আক-কুয়ুনলুর একজন তুর্কী ছিলেন। [১৩]
কর্মজীবন
সম্পাদনাইউসুফের সাহসিকতা এবং ব্যক্তিত্ব তাকে দ্রুত বাহমানি সুলতানের অনুগ্রহে উন্নীত করে এবং ফলস্বরূপ তাকে বিজাপুরের গভর্নর নিযুক্ত করা হয়।
১৪৮৯ খ্রিস্টাব্দে ইউসুফ বাহমনি শক্তির পতনের সুযোগ নিয়ে নিজেকে বিজাপুরে একজন স্বাধীন সুলতান হিসেবে দাবী করেন। তিনি বিজয়নগর সাম্রাজ্যের বিরুদ্ধে এবং বিজাপুরের মুসলিম প্রতিবেশীদের বিরুদ্ধেও যুদ্ধ করেছিলেন।
ইউসুফ একটি ছোট কিন্তু শক্তিশালী রাষ্ট্র রেখে যান, যেটি রাজনৈতিক উত্তেজনাপূর্ণ অঞ্চলে দুটি তুলনামূলক বিশৃঙ্খল শতাব্দীর মধ্যে টিকে ছিল। তিনি যে বিজাপুর সালতানাত প্রতিষ্ঠা করেছিলেন তা প্রায় দুই শতাব্দী ধরে একটি শক্তিশালী শক্তি হিসেবেই ছিল, যতক্ষণ না এটি মারাঠা শক্তির কাছে আত্মসমর্পণ করে। শেষ পর্যন্ত ১৬৮৬ খ্রিস্টাব্দে আওরঙ্গজেব মারাঠা শক্তিকে পরাজিত করলে সালতানাতটি সমাপ্ত হয়ে যায়।[১২]
পরিবার
সম্পাদনাইউসুফ আদিল শাহ একজন মারাঠা রাজা মুকুন্দরাও কদম্বের বোন পুঞ্জিকে বিয়ে করেন, পরে নাম পরিবর্তন করে বুবুজি খানম রাখা হয়। [১২] এই বিবাহের মাধ্যমে তার একটি পুত্র এবং তিন কন্যা ছিল:[১৪][১৫]
- ইসমাইল আদিল শাহ, বিজাপুরের সুলতান;
- মরিয়ম সুলতান, আহমেদনগরের সুলতান প্রথম বুরহান নিজাম শাহকে বিয়ে করেন;
- খাদিজা সুলতান, বেরারের সুলতান আলাদিন ইমাদ শাহকে বিয়ে করেন;
- বিবি সতী, দ্বিতীয় মাহমুদ শাহ বাহমানীর পুত্র আহমদ শাহকে বিবাহ করেন;[১৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Farooqui, A Comprehensive History of Medieval India 2011, পৃ. 174।
- ↑ Farooqui, A Comprehensive History of Medieval India 2011।
- ↑ Sen, Sailendra (২০১৩)। A Textbook of Medieval Indian History। Primus Books। পৃষ্ঠা 119। আইএসবিএন 978-9-38060-734-4।
- ↑ "The medieval splendor of Bijapur"। Frontline(The Hindu)। ৯ জুলাই ২০২১। ৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২২।
- ↑ "Maratha Blood and Persian veind"। livemint। ৫ সেপ্টে ২০১৯।
- ↑ Chaurasia, Radhey Shyam (২০০২)। History of Medieval India: From 1000 A.D. to 1707 A.D.। পৃষ্ঠা 101।
- ↑ Subrahmanyam, Sanjay (২০১২)। Courtly Encounters: Translating Courtliness and Violence in Early Modern Eurasia। পৃষ্ঠা 101।
- ↑ Meri, Josef W. (জানুয়ারি ২০০৬)। Medieval Islamic Civilization, Volume 1 An Encyclopedia। Routledge। পৃষ্ঠা 108। আইএসবিএন 978-0-415-96691-7।
- ↑ Vernon O. Egger (২০১৬)। A History of the Muslim World since 1260: The Making of a Global Community। আইএসবিএন 9781315511078।
- ↑ Clifford Edmund Bosworth (২০০৭)। Historic Cities of the Islamic World। পৃষ্ঠা 55। আইএসবিএন 978-9004153882।
- ↑ Nikki R. Keddie,Rudi Matthee (২০১১)। Iran and the Surrounding World: Interactions in Culture and Cultural Politics। University of Washington Press.। পৃষ্ঠা 25। আইএসবিএন 9780295800240।
- ↑ ক খ গ Farooqui, A Comprehensive History of Medieval India 2011
- ↑ Bolar, Varija R (2012). "Turks in Karnataka" (PDF). International Journal of Social Studies 4 (1): 423.
- ↑ Hari Narain Verma, Amrit Verma, Indian Women Through the Ages (1976), p. 29
- ↑ Abraham Eraly, Emperors of the Peacock Throne: The Saga of the Great Moghuls (2007), chp. 11
- ↑ K.K Basu, Career of Yusuf Adil Shah of Bijapur, Indian Culture, Vol. III, Issue I (1937), p. 117
পূর্বসূরী রাজবংশের প্রতিষ্ঠাতা |
বিজাপুরের আদিল শাহী শাসকগণ ১৪৮৯–১৫১১ |
উত্তরসূরী ইসমাইল আদিল শাহ |