ইউসিফ মুহাম্মাদ সাদিক
রাজনীতিবিদ
ইউসিফ মুহাম্মাদ সাদিক (কুর্দি: یووسف محەممەد سادق, জন্ম ১৪ জুলাই ১৯৭৮) মুভমেন্ট ফর চেঞ্জের (গোরান) একজন ইরাকি কুর্দি রাজনীতিবিদ।
ইউসিফ মুহাম্মাদ সাদিক | |
---|---|
ইরাকি কুর্দিস্তান পার্লামেন্টের স্পিকার | |
কাজের মেয়াদ ২৯ এপ্রিল ২০১৪ – ফেব্রুয়ারি ২০১৯ | |
পূর্বসূরী | আরসালান বায়িজ |
উত্তরসূরী | ভালা ফরিদ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৪ জুলাই ১৯৭৮ |
জাতীয়তা | কুর্দি |
রাজনৈতিক দল | গোররান |
সাদিক হালাবজা গভর্নরেটের খুরমালে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৪ সালের এপ্রিল কুর্দিস্তানের আঞ্চলিক সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পান। যেখানে তিনি ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।[১]