ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সংক্ষেপে ইইউবি) বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ২০১২ সালে "বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২"[১] অনুযায়ী প্রতিষ্ঠিত হয়। ঢাকার মিরপুরে এবং শ্যামলীতে একাধিক ভবনের সমন্বয়ে গঠিত হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বর্তমানে গাবতলীতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টি তাদের শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। বির্শিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মকবুল আহমেদ খান [২] বিশ্ববিদ্যালয়টির অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য এবং বর্তমান উপাচার্য হিসেবে প্রফেসর ইঞ্জিঃ মোঃ আলিম দাদ দায়িত্ব পালন করছেন। এখানে বিজ্ঞান ও প্রকৌশল, অর্থনীতি ও ব্যবসা এবং কলা অণুষদের অধীনে রয়েছে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বিষয়সমূহ।
নীতিবাক্য | আমরা আপনার স্বপ্নের রূপ গড়ি |
---|---|
ধরন | বেসরকারি বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ২০১২ |
প্রতিষ্ঠাতা | ড. মহীউদ্দীন খান আলমগীর (সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী), প্রফেসর ড. মকবুল আহমেদ খান |
ইআইআইএন | ১৩৬৬৯২ |
চেয়ারম্যান | ড. মহীউদ্দীন খান আলমগীর |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | প্রফেসর ইঞ্জি মোঃ আলিম দাদ |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২০০+ |
শিক্ষার্থী | ৮০০০+ |
অবস্থান | , |
শিক্ষাঙ্গন | গাবতলী, মিরপুর, ঢাকা |
সংক্ষিপ্ত নাম | ইইউবি |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | www |
ক্যাম্পাস
সম্পাদনারাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা গাবতলী রোডে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস অবস্থিত। ৫.৫০ লক্ষ বর্গফুটের ১৪ তলা বিশিষ্ট এই বিশ্ববিদ্যালয়য়ের স্থায়ী ক্যাম্পাস গঠিত ১০/০৭/২০১৮ ইং তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন লাভ করে।
আচার্য ও উপাচার্য
সম্পাদনাইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সম্মানিত আচার্য হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি জনাব আবদুল হামিদ এবং উপাচার্য হিসেবে জনাব প্রফেসর ইঞ্জি মোঃ আলিম দাদ দায়িত্ব পালন করছেন।
অনুষদ ও বিভাগসমূহ
সম্পাদনাএ বিশ্ববিদ্যালয়ে ৪টি অনুষদের অধীনে মোট ১৪টি বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে।[৩]
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ
সম্পাদনা- পুরকৌশল বিভাগ (সিই)
- তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগ (ইইই)
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসই)
- শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগ (আইপিই)
- টেক্সটাইল প্রকৌশল বিভাগ (টিই)
- মেকানিক্যাল প্রকৌশল বিভাগ (প্রক্রিয়াধীন)
ব্যবসায় প্রশাসন ও শিল্প ব্যবস্থাপনা অনুষদ
সম্পাদনা- ব্যবসায় প্রশাসন ও শিল্প ব্যবস্থাপনা অনুষদ
- ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর (বিবিএ)
- ব্যবসায় প্রশাসনে মাস্টার (এমবিএ) (নিয়মিত)
- ব্যবসায় প্রশাসনে মাস্টার (এমবিএ) (এক্সিকিউটিভ)
- পর্যটন এবং আতিথেয়তা ব্যবস্থাপনায় স্নাতক (বিটিএইচএম)
সামজিক বিজ্ঞান ও শিল্প অনুষদ
সম্পাদনা- ইংরেজি বিভাগ (স্নাতক ও স্নাতকোত্তর)
- আইন বিভাগ (স্নাতক ও স্নাতকোত্তর)
- অর্থনীতি বিভাগ (স্নাতক ও স্নাতকোত্তর)
- শাসন ও উন্নয়ন শিক্ষা (স্নাতকোত্তর)
গ্রন্থাগার
সম্পাদনা- লাইব্রেরীতে ২০০০০ এর বেশি বই, রিপোর্টস এবং বাউন্ড জার্নালস, সিডিরম, বুকস এন্ড ডাটাবেস ২০০০ টি, ১০০০ টি ডিভিডি রয়েছে।
- বিজ্ঞান, সামাজিকবিজ্ঞান, বিবিএ, এমবিএ ও আইনবিভাগের জন্য আলাদা আলাদা বই রয়েছে।
ল্যাব
সম্পাদনা- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ল্যাব
- পুরকৌশল ল্যাব
- ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রকৌশল ল্যাব
- টেক্সটাইল প্রকৌশল ল্যাব
- যন্ত্র প্রকৌশল এবং শিল্প ও উৎপাদন প্রকৌশল ল্যাব
ভর্তি কার্যক্রম
সম্পাদনাবছরে তিনবার ভর্তি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে বসন্ত, গ্রীষ্ম এবং শীতকালীন সেমিস্টারে।:
- বসন্ত: জানুয়ারী থেকে এপ্রিল
- গ্রীষ্ম: মে থেকে আগস্ট
- শীত: সেপ্টেম্বর থেকে ডিসেম্বর
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২"। ২৫ এপ্রিল ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৮।
- ↑ "স্বদেশ নিউজ এর পাতা থেকে প্রফেসর ড. মকবুল আহমেদ খানের পরিচয়"। ৩০ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৮।
- ↑ "আমার ঢাকা"।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর দাপ্তরিক ওয়েবসাইট।