সংযুক্ত আরব রাষ্ট্র

(ইউনাইটেড আরব স্টেটস থেকে পুনর্নির্দেশিত)

সংযুক্ত আরব রাষ্ট্র (স্থায়িত্বকাল ১৯৫৮-১৯৬১) ছিল সংযুক্ত আরব প্রজাতন্ত্র (মিশরসিরিয়া) এবং উত্তর ইয়েমেনের সমন্বয়ে গঠিত একটি কনফেডারেশন

সংযুক্ত আরব রাষ্ট্র

الولايات العربية المتحدة
ad-Duwal al-ʿArabiyya al-Muttaḥida
১৯৫৮–১৯৬১
সংযুক্ত আরব রাষ্ট্রের অবস্থান
অবস্থাকনফেডারেশন
প্রচলিত ভাষাআরবি
ধর্ম
ইসলাম
ঐতিহাসিক যুগস্নায়ুযুদ্ধ
• প্রতিষ্ঠা
৮ মার্চ ১৯৫৮
• বিলুপ্ত
২৬ ডিসেম্বর ১৯৬১
পূর্বসূরী
উত্তরসূরী
মিশর
সিরিয়া
ইয়েমেনের মুতাওয়াক্কিলি রাজ্য
মিশর
সিরিয়া
ইয়েমেনের মুতাওয়াক্কিলি রাজ্য

১৯৫৮ সালে মিশরসিরিয়ার সমন্বয়ে গঠিত সংযুক্ত আরব প্রজাতন্ত্র ছিল একটি সার্বভৌম রাষ্ট্র। একই বছর মিশরের সাথে প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ উত্তর ইয়েমেন এই নতুন রাষ্ট্রের সাথে যোগ দেয় এবং এর ফলে সংযুক্ত আরব রাষ্ট্র নামক কনফেডারেশন গড়ে উঠে। ইয়েমেন অন্য রাষ্ট্রগুলোর মত না হয়ে নিজের স্বাধীনতা বজায় রাখে এবং জাতিসংঘ সদস্যপদ ও পৃথক দূতাবাস রক্ষা করে চলে।

ইউনয়ন বা কনফেডারেশন কোনোটিই প্যান-আরবিজম বা আরব জাতীয়তাবাদের ক্ষেত্রে ভূমিকা পূর্ণ করতে সক্ষম হয়নি। ১৯৬১ সালে এর বিলুপ্তি ঘটে।

আরও দেখুন

সম্পাদনা