এর্নস্ট ইংমার বারিমান (সুয়েডীয় Ernst Ingmar Bergman ইংমার্‌ ব্যার্‌য়্‌মান্‌, ১৪ই জুলাই ১৯১৮ - ৩০শে জুলাই ২০০৭) সুয়েডীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, মঞ্চ পরিচালক ও নির্দেশক এবং নাট্যকার। বিখ্যাত মার্কিন চলচ্চিত্রকার উডি অ্যালেনের মতে তিনি এযাবৎ যত চলচ্চিত্রকার জন্ম নিয়েছেন তাদের সবার সেরা।[] চলচ্চিত্র, টেলিভিশন এবং রেডিও- সকল মাধ্যমেই তিনি কাজ করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে জনপ্রিয় হয়ে আছেন দ্য সেভেন্থ সিল (১৯৫৭), ওয়াইল্ড স্ট্রবেরিস (১৯৫৭), থ্রু আ গ্লাস ডার্কলি (১৯৬১), উইন্টার লাইট (১৯৬১), দ্য সায়লেন্স (১৯৬৩), এবং ক্রাইস অ্যান্ড হুইস্পারস (১৯৭২) এর মত সিনেমাগুলোর জন্য।[]

ইংমার বারিমান
ওয়াইল্ড স্ট্রবেরিস (১৯৫৭) নির্মাণের সময় ইংমার বারিমান
জন্ম
আর্নস্ত ইংমার বারিমান

(১৯১৮-০৭-১৪)১৪ জুলাই ১৯১৮
মৃত্যু৩০ জুলাই ২০০৭(2007-07-30) (বয়স ৮৯)
ফারো, সুইডেন
পেশাচলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, মঞ্চনাট্য নির্মাতা
কর্মজীবন১৯৪৪-২০০৫
দাম্পত্য সঙ্গী
  • এলসে ফিশার (১৯৪৩-৪৫)
  • এলেন লুন্দস্ত্রোম (১৯৪৫-৫০)
  • গুন গ্রুট (১৯৫১-৫৯)
  • কাবি লারেতেই (১৯৫৯-৬৯)
  • ইংরিদ ফন রোজেন (১৯৭১-৯৫)
পুরস্কার
  • গ্যোটে পুরস্কার
  • প্রিমিয়াম ইম্পেরিয়াল
স্বাক্ষর

অনন্যসাধারণ চিত্রগ্রহণ ও খণ্ডিত আখ্যানশৈলী মাধ্যমে তিনি মানুষের নিঃসঙ্গতা, অসহায়ত্ব ও কষ্টবোধ ফুটিয়ে তুলতেন। চলচ্চিত্র ও টেলিভিশনের জন্য তিনি ৬০ টিরও বেশি চলচ্চিত্র তৈরি করেছেন যার সবগুলোর লেখক ও পরিচালক দুটোই তিনি। এছাড়া পরিচালনা করেছেন ১৫০ টিরও বেশি মঞ্চনাটক। তাকে ঘিরে অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীর একটি বিশাল দল গড়ে উঠেছিল যাদের মধ্যে আছেন হারিয়েত আন্দারসন, লিভ উলমান, গুনার বিয়র্নস্ত্রাণ্দ, বিবি আন্দারসন, এর্লান্দ ইয়োসেফসন, ইনগ্রিদ থুলিন ও মাক্স ফন সিদো।

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Ingmar Bergman, Master Filmmaker, Dies at 89, The New York Times, 30 Jul. 2007
  2. Ingmar Bergman, Encyclopedia Britannica

বহিঃসংযোগ

সম্পাদনা
কর্মসমগ্র