আ ফ ম ইউসুফ হায়দার

বাংলাদেশী পদার্থ বিজ্ঞানী

আ ফ ম ইউসুফ হায়দার একজন বাংলাদেশী পদার্থবিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।[] তিনি বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গণিত ও প্রাকৃতিক বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান।[]

আ ফ ম ইউসুফ হায়দার
অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৯)
জন্ম
আ ফ ম ইউসুফ হায়দার
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি []
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহঢাকা বিশ্ববিদ্যালয়

শিক্ষা জীবন

সম্পাদনা

হায়দার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ১৯৬৯ সালে বিএসসি এবং ১৯৭০ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ১৯৭৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৩ সালের এপ্রিল থেকে ১৯৮৪ সালের মে পর্যন্ত ইন্সটিটিউট অব কোয়ান্টাম ইলেক্ট্রনিক্স এ পোস্ট-ডক্টরাল গবেষণা করেন।

কর্মজীবন

সম্পাদনা

তিনি ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৭৯ সালে সহকারী অধ্যাপক, ১৯৮৪ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৮৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ১৯৯৪ থেকে ২০০১ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিকন্ডাক্টর টেকনোলজি রিসার্চ সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০২ সালের ২৫ জুলাই থেকে ২০০৯ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[] ২০০২ সালের ১ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। উপ-উপাচার্য হিসেবে তিনি সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস প্রতিষ্ঠা করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ৬ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৬ 
  2. "ঢাবি সিনেটে গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামীপন্থিদের জয়"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২১ জানু ২০১৮। ২৮ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৪, ২০২০ 
  3. "A F M Yusuf Haider, PhD"www.bracu.ac.bd। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৭ 
  4. "ঢাবি সিনেটে জয়ী যারা"। ekushey-tv.com। ২১ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ এপ্রিল ১৪, ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা