আ দেখে জারা

চলচিত্র

আ দেখে জরা (হিন্দি: आ देखें ज़रा) ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি রোম্যান্টিক কল্পবিজ্ঞান অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন নীল নিতিন মুকেশবিপাশা বসু। নবাগত পরিচালক জাহাঙ্গির সূর্তি এই ছবিটি পরিচালনা করেন।

আ দেখে জরা
আ দেখে জরা ছবির পোস্টার
পরিচালকজাহাঙ্গির সূর্তি
প্রযোজকএরোস ল্যাব
রচয়িতাশীর্ষক আনন্দ ও শান্তনু রায়
শ্রেষ্ঠাংশেনীল নিতিন মুকেশ
বিপাশা বসু
রাহুল দেব
সোফি চৌধুরি
সুরকারপ্রীতম
গৌরব দাশগুপ্ত
সঞ্জয় চৌধুরি
চিত্রগ্রাহকজাহাঙ্গির চৌধুরি
পরিবেশকএরোস পিকচার্স
মুক্তি২৭ মার্চ, ২০০৯
দেশ ভারত
ভাষাহিন্দি
আয়৫.২৫ কোটি টাকা[]

কাহিনি-সংক্ষেপ

সম্পাদনা

রায় আচার্য (নীল নিতিন মুকেশ) নিজের কেরিয়ার নিয়ে লড়তে থাকা এক ফটোগ্রাফার; যদিও খুব একটা সাফল্যের মুখ সে দেখেনি। শেষে নিজের ঠাকুরদার থেকে উত্তরাধিকার সূত্রে এমন একটি ক্যামেরা পেল যার কথা সে কখনও স্বপ্নেও ভাবেনি। এই ক্যামেরার শক্তি রাতারাতি তার জীবনের পথটাই পালটে দিল। এই এই ক্যামেরায় তোলা ছবিগুলি ভবিষ্যতের কথা জানাতো। তার ভাগ্য খুলে গেল। সে তার জীবনসঙ্গিনী সিমিকে (বিপাশা বসু) পেয়ে গেল। সিমি একজন ডিজে। যদিও বেশ বুদ্ধিমতী সে। সবকিছুই ঠিকঠাক ‘হ্যাপিলি এভার আফটার’ গোছের একটা সমাপ্তির দিকে এগোচ্ছিল। কিন্তু ক্যামেরার এই শক্তির সঙ্গে সঙ্গে রায়ের কাঁধে চাপল অনেক বড় দায়িত্ব। তার জীবনে বিপদ ঘনিয়ে এল। বাস্তবের অন্ধকার দিকটির সঙ্গে তার সংঘাত শুরু হল। এই যুদ্ধ কেবলমাত্র অশুভ শক্তির বিরুদ্ধে ছিল না, ছিল তার নিজের নিয়তির বিরুদ্ধেও।[]

অভিনেতা

সম্পাদনা

প্রযোজনা

সম্পাদনা

প্রথম দিকে ছবিটির নাম ছিল ফ্রিজ। কিন্তু এক সাক্ষাৎকারে এরোস এন্টারটেইনমেন্টের কার্যনির্বাহী পরিচালক বিক্রম রজনী বলেন, “ফ্রিজ আবার কী? ছবিটার নাম সবসময়েই আ দেখে জরা ছিল। জানি না লোকে কেন ছবিটার নাম ফ্রিজ বলছে। আমরা কাজ শুরু করার সময় কেবলমাত্র এই নামটা ভেবেছিলাম। অনেক দিন আগেই আ দেখে জরা নামটি রেজিস্টার করা হয়েছে।” [] বিপাশা বসু এই প্রথম নীল নিতিন মুকেশের বিপরীতে এক ডিজে-এর চরিত্রে অভিনয় করলেন।[] সাম্প্রতিককালে জানা গেছে, নীলই বিপাশাকে তার সঙ্গে ছবির টাইটেল ট্র্যাক আ দেখে জরা গানটি গাওয়ার ব্যাপারে রাজি করান।[] স্টাইলিস্ট রাখী পারেখ পাতিল ছবিতে বিপাশা বসুর মেক আপ করেছেন।[] ছবিতে স্টান্টের কাজ করতে গিয়ে নীল দু-বার আহত হন।

প্রচার

সম্পাদনা

২০০৯ সালের ৭ ফেব্রুয়ারি ছবির প্রথম অফিসিয়াল ট্রেলর মুক্তি পায়।[] ১৪ ফেব্রুয়ারি ইন্ডিয়ান আইডলের একটি পর্বে ছবির প্রচারের লক্ষ্যে নীল ও বিপাশা উপস্থিত ছিলেন। এই পর্বের মাঝে ছবির একটি ট্রেলর দেখানো হয়। ৫৪তম ফিল্মফেয়ার পুরস্কারে এই দুই তারকা সাউন্ডট্র্যাকের সঙ্গে নাচগান পরিবেশন করেন।

মুক্তি

সম্পাদনা

২০০৯ সালের ২৭ মার্চ ছবিটি মুক্তি পায়। কিন্তু মাল্টিপ্লেক্স মালিক ও প্রযোজকদের বিবাদের জেরে ছবিটি বক্স-অফিসে আশানুরূপ বাণিজ্য করতে অক্ষম হয়। ছবিটির বিশ্বব্যাপী লাভ ৩,৫৪,৮৫,০৩০ টাকা।[]

সঙ্গীত

সম্পাদনা
আ দেখে জরা
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ১৫ ফেব্রুয়ারি, ২০০৯ (ভারত)
স্থানফিল্ম সাউন্ডট্র্যাক
সঙ্গীত প্রকাশনীএরোস মিউজিক
প্রযোজকএরোস এন্টারটেইনমেন্ট
প্রীতম কালক্রম
বিল্লু
(২০০৯)
আ দেখে জরা
(২০০৯)
লাক
(২০০৯)

আ দেখে জরা গানটি ১৯৮১ সালে প্রকাশিত সঞ্জয় দত্তটিনা মুনিম অভিনীত একটি জনপ্রিয় ড্যান্স নাম্বারের আধুনিক রিমিক্স সংস্করণ। আ দেখে জরা গানটির স্রষ্টারা রাহুল দেববর্মণের মূল গানটির স্বত্ত্ব কিনে আধুনিক ঢঙে এটিকে পরিবেশিত করেছেন। গৌরব দাশগুপ্ত এই রিমিক্স নাম্বারটি তৈরি করেন এবং বিপাশা বসুও এই গানটিতে অংশগ্রহণ করেন।[] পয়সা হ্যায় পাওয়ার গানটি স্ন্যাপ!-এর দ্য পাওয়ার গানটির পুনঃনির্মাণ।

# ট্র্যাক গায়ক সুরকার গীতিকার
গজব সুনিধি চৌহান & শান প্রীতম ইরশাদ কামিল
রক দ্য পার্টি সুনিধি চৌহান ও শ্বেতা বিজয় গৌরব দাশগুপ্ত শীর্ষক আনন্দ
দ্য পাওয়ার দিব্যেন্দু মুখোপাধ্যায় গৌরব দাশগুপ্ত সৈয়দ গুলরজ ও প্রশান্ত পাণ্ডে
আ দেখে জরা (লঞ্জ মিক্স) দিব্যেন্দু মুখোপাধ্যায় ও শ্বেতা বিজয় গৌরব দাশগুপ্ত শীর্ষক আনন্দ
মোহাব্বত আপসে আকৃতি কক্কর প্রীতম ইরশাদ কামিল
দ্য পাওয়ার (ক্লাব মিক্স) দিব্যেন্দু মুখোপাধ্যায় গৌরব দাশগুপ্ত সৈয়দ গুলরজ ও প্রশান্ত পাণ্ডে
গজব (ক্লাব মিক্স) সুনিধি চৌহান & Shaan প্রীতম ইরশাদ কামিল
আ দেখে জরা নীল নিতিন মুকেশ ও সুনয়না গৌরব দাশগুপ্ত শীর্ষক আনন্দ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Dashavtaar Opens To A Poor Response"। Boxofficeindia.Com Trade Network। ২০০৯-০৪-১৮। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-১৮ 
  2. OneIndia (জুলাই ১৬, ২০০৮)। "Neil Mukesh Freeze"One India। ২০১২-০৩-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৪ 
  3. Neil-Bipasha Starrer Now Titled Aa Dekhen Zara আর্কাইভইজে আর্কাইভকৃত ১ ফেব্রুয়ারি ২০০৯ তারিখেUrdutech.net Retrieved on 2008-12-24
  4. Bipasha Basu working with Neil Nitin Mukesh ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ ডিসেম্বর ২০০৮ তারিখেDesi Bollywood Retrieved on 2008-12-24
  5. Bipasha sings! ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ অক্টোবর ২০১১ তারিখেPlanetradiocity Retrieved on 2008-12-24
  6. DNA India (নভেম্বর ২৩, ২০০৮)। "Bipasha sports a new look for Freeze"। DNA India। সংগ্রহের তারিখ ২০০৯-০২-০৪ 
  7. "Aa Dekhen Zara trailer"। ১০ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০০৯ 
  8. Eros targets March release for Aa Dekhen Zara ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ ফেব্রুয়ারি ২০০৯ তারিখেBusinessOfCinema Retrieved on 2009-02-05
  9. Neil Nitin Mukesh Records Title Track Of Aa Dekhen Zara ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ ডিসেম্বর ২০০৮ তারিখে Urdutech.net Retrieved on 2008-12-24

http://specials.rediff.com/movies/2009/mar/16slide1-jehangir-surti-on-aa-dekhen-zara.htm

বহিঃসংযোগ

সম্পাদনা