আ ডগ্স লাইফ
আ ডগ্স লাইফ (ইংরেজি: A Dog's Life) হল ১৯১৮ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন হাস্যরসাত্মক নির্বাক চলচ্চিত্র। ছবিটি রচনা, প্রযোজনা ও পরিচালনা করেছেন চার্লি চ্যাপলিন। এটি ফার্স্ট ন্যাশনাল পিকচার্স স্টুডিওর অধীনে চ্যাপলিনের নির্মিত প্রথম চলচ্চিত্র। এই ছবির কেন্দ্রীয় চরিত্র "স্ক্র্যাপ্স" নামে একটি কুকুর, যা দ্য ট্রাম্প (চ্যাপলিন) ও একজন বারের গায়িকাকে (এডনা পারভায়েন্স) সুখী জীবন গঠনে সাহায্য করে। এতে চ্যাপলিনের ভাই সিডনি চ্যাপলিন একটি ছোট চরিত্রে অভিনয় করেন এবং এটি প্রথম চলচ্চিত্র যেখানে তারা দুই ভাই একসাথে পর্দায় অভিনয় করেছেন।
আ ডগ্স লাইফ | |
---|---|
পরিচালক | চার্লি চ্যাপলিন |
প্রযোজক | চার্লি চ্যাপলিন |
রচয়িতা | চার্লি চ্যাপলিন |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | চার্লি চ্যাপলিন (১৯৫৭ সালে দ্য চ্যাপলিন রেভ্যু-এর অংশ হিসেবে) |
চিত্রগ্রাহক | রোল্যান্ড টথেরোহ |
সম্পাদক | চার্লি চ্যাপলিন (অনুল্লেখ্য) |
পরিবেশক | ফার্স্ট ন্যাশনাল পিকচার্স ইঙ্ক. |
মুক্তি | ১৪ এপ্রিল ১৯১৮ |
স্থিতিকাল | ৩৩ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | নির্বাক ইংরেজি (আন্তঃভাষ্য) |
চার্লস ল্যাপওর্থ চ্যাপলিনের সাক্ষাৎকার নিতে গিয়ে চ্যাপলিনের সাথে পরিচিত হন। ল্যাপওর্থ ছিলেন একজন সংবাদপত্রের সম্পাদক। চ্যাপলিন তাকে এই ছবিতে কনসালটেন্ট চরিত্রে অভিনয়ের সুযোগ দেন।[১]
কুশীলব
সম্পাদনা- চার্লি চ্যাপলিন — দ্য ট্রাম্প
- এডনা পারভায়েন্স — বারের গায়িকা
- মুট — স্ক্র্যাপ্স
- সিডনি চ্যাপলিন — লাঞ্চওয়াগনের মালিক
- হেনরি বার্গম্যান — মোটা বেকার ব্যক্তি
- চার্লস রেইজনার — কর্মসংস্থান এজেন্সির কেরানি
- আলবার্ট অস্টিন — কর্মসংস্থান এজেন্সির কেরানি
- বাড জেমিসন — চোর
- টম উইলসন — পুলিশ
- এম. জে. ম্যাককার্থি — বেকার ব্যক্তি
- মেল ব্রাউন — বেকার ব্যক্তি
- চার্লস ফোর্স — বেকার ব্যক্তি
- বার্ট অ্যাপলিং — বেকার ব্যক্তি
- থমাস রিলে — বেকার ব্যক্তি
- স্লিম কোল — বেকার ব্যক্তি
- টেড এডওয়ার্ডস — বেকার ব্যক্তি
- লুই ফ্রিটজরয় — বেকার ব্যক্তি
স্থিরচিত্র
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Tom Stempel, Framework: a history of screenwriting in the American film, p.33
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে আ ডগ্স লাইফ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- অলমুভিতে আ ডগ্স লাইফ (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আ ডগ্স লাইফ (ইংরেজি)
- ইন্টারনেট আর্কাইভ থেকে বিনামূল্যে ডাউনলোডের জন্য আ ডগ্স লাইফ উপলব্ধ রয়েছে