আবু জাহেদ মোহাম্মদ নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তৃতীয় মেয়র
(আ জ ম নাছির উদ্দিন থেকে পুনর্নির্দেশিত)

আবু জাহেদ মোহাম্মদ নাছির উদ্দীন (যিনি আ.জ.ম. নাছির উদ্দীন নামেই সর্বাধিক পরিচিত) বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ যিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পঞ্চম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে নিয়োজিত রয়েছেন।

আ.জ.ম নাছির উদ্দিন
২০১৪ এ আ.জ.ম নাছির উদ্দিন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ সভাপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৬ সেপ্টেম্বর ২০১৪
সভাপতিনাজমুল হাসান পাপন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫ম মেয়র
কাজের মেয়াদ
৭ মে ২০১৫ – ৫ আগস্ট ২০২০
পূর্বসূরীমোহাম্মদ মনজুর আলম
উত্তরসূরীখোরশেদ আলম সুজন (প্রশাসন)
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1957-01-01) ১ জানুয়ারি ১৯৫৭ (বয়স ৬৮)
চট্টগ্রাম, পূর্ব পাকিস্তান
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পিতামাতা
  • সৈয়দ মঈনুদ্দিন হোসাইন (বাবা)
  • ফাতেমা জোহরা বেগম (মা)
বাসস্থানচট্টগ্রাম
প্রাক্তন শিক্ষার্থীচট্টগ্রাম কলেজ
পেশারাজনীতিবিদ

প্রাথমিক জীবন

সম্পাদনা

নাছির উদ্দীনের জন্ম চট্টগ্রামে। তার বাবা সৈয়দ মঈনুদ্দিন হোসাইন ছিলেন একজন শিক্ষানুরাগি এবং মা ফাতেমা জোহরা বেগম। তিনি ১৯৭৩ সালে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম থেকে মাধ্যমিক এবং পরবর্তীতে চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।

রাজনৈতিক কর্মজীবন

সম্পাদনা

নাছির উদ্দীন বিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মকাণ্ডে জড়িত হন। বিদ্যালয় শিক্ষার্থী হিসেবে যোগ দেন উনসত্তরের গণ অভ্যুত্থানের মিছিলে। আশির দশকের শুরুতে নাছির উদ্দিন রাজনীতিতে সক্রিয় হন।[] ১৯৭৭ সালে, তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি এবং একই সাথে নগর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে পর্যায়ক্রমে ১৯৮০ এবং ১৯৮২ সালে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৩ এবং ১৯৮৫ সালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে নিযুক্ত হন। নাছির উদ্দীন পর পর দুইবার নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। নভেম্বর ২০১৩ সালে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।[] ২০১৫ সালের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি মেয়র হিসেবে নির্বাচিত হন এবং ৭ মে শপথ গ্রহণ করেন।[][]

ক্রীড়া কর্মজীবন

সম্পাদনা

দীর্ঘকালীন ক্রীড়া সম্পৃক্ততার কারণে ক্রীড়া বিনোদনের মাধ্যমেই নাছির উদ্দিন পরিচিতি লাভ করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি[] এবং পরবর্তীতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে তিনি নানাভাবে সম্পৃক্ত।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "চট্টগ্রামে আ'লীগ পার্থী আজম নাছির উদ্দিন"বাংলানিউজটুয়েন্টিফোর.কমঢাকা। ৩০ মার্চ ২০১৫। ২৩ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৫ 
  2. ইফতেখারুল ইসলাম (২৯ এপ্রিল ২০১৫)। "নির্বাচিত তৃতীয় মেয়র আ জ ম নাছির উদ্দিন"দৈনিক পূর্বকোণচট্টগ্রাম। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "চট্টগ্রামে নাছির উদ্দিন বিজয়ী"দৈনিক কালের কণ্ঠঢাকা। ২৯ এপ্রিল ২০১৫। ১ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৫ 
  4. "আ জ ম নাছির উদ্দীন মেয়র"দৈনিক পূর্বকোণচট্টগ্রাম। ২৯ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

সম্পাদনা