আহসানুল হক মোল্লা
আহসানুল হক মোল্লা যিনি পচা মোল্লা নামেও পরিচিত। (জন্ম: অজানা - মৃত্যু: ১২ ডিসেম্বর ২০০৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ, সাবেক ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে পরপর চারবার এমপি নির্বাচিত হন।[১][২][৩][৪][৫]
আহসানুল হক মোল্লা | |
---|---|
প্রতিমন্ত্রী-ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় | |
কাজের মেয়াদ ১০ অক্টোবর ২০০১ – ১২ ডিসেম্বর ২০০৩ | |
কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৯১ – ১২ ডিসেম্বর ২০০৩ | |
পূর্বসূরী | মোহাম্মদ কোরবান আলী |
উত্তরসূরী | বাচ্চু মোল্লা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | অজানা তারাগুনিয়া, দৌলতপুর, কুষ্টিয়া, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ১২ ডিসেম্বর ২০০৩ বামরুন গ্রাদ হাসপাতাল,থাইল্যান্ড। |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সন্তান | বাচ্চু মোল্লা (ছেলে) |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনাআহসানুল হক মোল্লা ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনাআহসানুল হক মোল্লা কুষ্ঠিয়া জেলা বিএনপি ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রীসভয় তিনি ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। [১][২][৩][৪][৫][৬][৭]
মৃত্যু
সম্পাদনাআহসানুল হক মোল্লা ১২ ডিসেম্বর ২০০৩ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের বামরুন গ্রাদ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "আহসানুল হক মোল্লা"। প্রথম আলো। ২০১৯-১০-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১০।
- ↑ ক খ "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "কুষ্টিয়ার ৪ আসনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী"। Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১০।
- ↑ "কুষ্টিয়ার চার আসনে দুই দলেই মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগ | সারাদেশ | The Daily Ittefaq"। archive1.ittefaq.com.bd। ২০১৯-১০-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১০।