আস সুলায়মানিয়াহ প্রদেশ
আস সুলায়মানিয়াহ প্রদেশ (আরবি: محافظة السليمانية) ইরাকের একটি প্রদেশ। এটি কুর্দিস্তান অঞ্চলের অন্তর্গত একটি প্রদেশ। এর রাজধানী শহরের নামও আস সুলায়মানিয়াহ। গয়জা, আজমির, গ্লাজার্দা ও পিরামাগ্রুন পর্বতগুলি প্রদেশটিকে ঘিরে রেখেছে। এই প্রদেশে মূলত কুর্দী বংশোদ্ভূত লোকেরা বাস করেন।
আস সুলায়মানিয়াহ প্রদেশ | |
---|---|
প্রদেশ | |
স্থানাঙ্ক: ৩৫°৩১′ উত্তর ৪৫°১৯′ পূর্ব / ৩৫.৫১৭° উত্তর ৪৫.৩১৭° পূর্ব | |
দেশ | ইরাক |
রাজধানী | আস সুলায়মানিয়াহ |
আয়তন | |
• মোট | ১৭,০২৩ বর্গকিমি (৬,৫৭৩ বর্গমাইল) |
জনসংখ্যা (2009)[১] | |
• মোট | ১৮,৯৪,০০০ |
প্রধান ভাষা | কুর্দি |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Sulaymaniyah"। gov.iq। 10-06-2010। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)