আস-সুন্নাহ ফাউন্ডেশন
আস-সুন্নাহ ফাউন্ডেশন হলো বাংলাদেশ-ভিত্তিক একটি অরাজনৈতিক এবং অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা।[১] এটি শিক্ষা, দাওয়াত ও মানবকল্যাণসহ নানা বিষয়ে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। ২০১৭ সালে বাংলাদেশী ইসলামি পণ্ডিত শায়খ আহমাদুল্লাহ এটি প্রতিষ্ঠা করেন এবং শুরু থেকেই তিনি চেয়ারম্যান হিসেবে এটি পরিচালনা করছেন।[২][৩][৪] এই সংস্থার অধীনে আস-সুন্নাহ স্কিল ডেভলপমেন্ট ইনস্টিটিউট ও মাদরাসাতুস-সুন্নাহ নামক মাদ্রাসা কার্যক্রম চালু করা হয়েছে। [৫] এছাড়াও সংস্থাটি বন্যার্তদের মধ্যে জরুরী ত্রাণ বিতরণ, শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণ, ক্ষুধার্তদের মধ্যে অন্ন বিতরণ ও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানা সেবামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। [৬][৭]
নীতিবাক্য | উম্মাহর স্বার্থে, সুন্নাহর সাথে |
---|---|
প্রতিষ্ঠাকাল | ২০১৭ |
প্রতিষ্ঠাতা | শায়খ আহমদুল্লাহ |
ধরন | অরাজনৈতিক, অলাভজনক |
নিবন্ধন নং | এস-১৩১১১/২০১৯ |
আইনি অবস্থা | সক্রিয় |
উদ্দেশ্য | সেবা |
সদরদপ্তর | প্লট-৭০, রোড-৩, ব্লক-সি, আফতাবনগর, ঢাকা-১২১২। |
অবস্থান | |
এলাকাগত সেবা | বাংলাদেশ |
মূল ব্যক্তিত্ব | শায়খ আহমদুল্লাহ (চেয়ারম্যান) |
ওয়েবসাইট | assunnahfoundation.org |
ইতিহাস
সম্পাদনাআহমাদুল্লাহ সংগঠনটি ২০১৭ সালে প্রতিষ্ঠা করলেও ২০১৮ সালে সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামি দাওয়াহ কেন্দ্র থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে এসে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রম পুরোদমে শুরু করেন। এবং অত্র বছরের শেষের দিকে ফেসবুকে পাতা খুলে কার্যক্রমের প্রচার করতে থাকেন।[২]
কার্যক্রম
সম্পাদনাদাতব্য কার্যক্রম
সম্পাদনা২০২০ সালের করোনা প্রাদুর্ভাবের সময় সংগঠনটি দাতব্য কার্যক্রম প্রশংসিত হয়।[২] ২০২২ সালে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে প্রবল বন্যা দেখা দিলে সংগঠনটি সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে।[৩][৮] এছাড়াও চট্টগ্রামে চট্টগ্রামে বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রমে সহায়তা করে।[৯] ২০২৩ তুরস্ক–সিরিয়া ভূমিকম্পের সময়ে তুরস্কে শীতবস্ত্র পাঠায় সংস্থাটি।[১০][১১] এটি বাংলাদেশের অভ্যন্তরে নানাস্থানে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে।[১২] সংস্থাটি সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে লক্ষাধিক গাছ লাগিয়েছে।[১৩][১৪] এছাড়াও সংস্থাটি নগদ অর্থ বা কাজ করার যন্ত্র কিনে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা,[১৫][১৬] এবং সারাদেশে কুরবানির মাংস বিতরণ করে থাকে।[১৭][১৮] আগস্ট ২০২৪-এর বন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যার্তদের ত্রাণ বিতরণ ও বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য অত্র বছর সর্বমোট ১০০ কোটি টাকার সহায়তা প্রদানের লক্ষ্য নির্ধারণ করে।[১৯][২০]
দাওয়াহ ও শিক্ষা কার্যক্রম
সম্পাদনাএছাড়া সংস্থাটি একটি দাওয়াহ প্রশিক্ষণ পরিচালনা করে থাকে, আলেমদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে।[২১][২২] আস সুন্নাহ পাবলিকেশন থেকে শায়খ আহমাদুল্লাহ নিজে চারটি বই পাবলিক হয়েছে।[২৩] সংস্থাটি ২০২১ সালে নবীন উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার জন্য "আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মাননা" নামক এক অনুষ্ঠানের আয়োজন করে[২৪] এবং ৫০ জন উদ্যোক্তাকে পুরষ্কিত করা হয়।[২৫][২৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ মোমেনীন মানিক, আমিরুল (১৭ জুলাই ২০২০)। "মানবসেবায় আস-সুন্নাহ ফাউন্ডেশন"। কালের কণ্ঠ। ১৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২।
- ↑ ক খ গ উদ্দিন, মুহাম্মদ মিনহাজ (১৯৭০-০১-০১)। "শায়খ আহমাদুল্লাহ : তিনি যেভাবে বেড়ে উঠেছেন"। dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৬।
- ↑ ক খ "বন্যাদুর্গতদের পাশে শায়খ আহমাদুল্লাহ'র প্রতিষ্ঠান"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২।
- ↑ "অসহায় মানুষের পাশে আস সুন্নাহ ফাউন্ডেশন"। বার্তা২৪। ১ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২।
- ↑ bvnews24.com। "আস-সুন্নাহ ফাউন্ডেশনে বিজ্ঞপ্তি, লোগো ডিজাইনে মিলবে টাকা"। বিভিনিউজ২৪ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৬।
- ↑ "দেশের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন"। জাগো নিউজ। ৯ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টে ২০২৩।
- ↑ "দেশজুড়ে এ বছর ৭০ হাজার চারা রোপণ করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন"। Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭।
- ↑ ডেস্ক, সোশ্যাল মিডিয়া। "বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে এগিয়ে আলেমরা"। ডেইলি ইনকিলাব অনলাইন। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২।
- ↑ "চট্টগ্রামে বন্যাপরবর্তী পুনর্বাসন কার্যক্রম চালাচ্ছে আস-সুন্নাহ"। dhakamail.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭।
- ↑ "তুরস্কে ক্ষতিগ্রস্তদের জন্য শীতবস্ত্র পাঠালো আস-সুন্নাহ ফাউন্ডেশন"। কালের কণ্ঠ। ২০২৩-০২-১৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৬।
- ↑ ডেস্ক, ধর্ম (১৯৭০-০১-০১)। "তুরস্কে হতাহতদের পাশে আস সুন্নাহ ফাউন্ডেশন ও আল মারকাজুল ইসলামী"। dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৬।
- ↑ "শীতার্ত মানুষের গায়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উষ্ণতার ছোঁয়া"। dhakamail.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭।
- ↑ ডেস্ক, ধর্ম (১৯৭০-০১-০১)। "বর্ষা মৌসুমে সারাদেশে আস-সুন্নাহর বৃক্ষরোপন কর্মসূচি"। dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭।
- ↑ "সারাদেশে শিক্ষার্থীদের হাতে হাতে আস-সুন্নাহর গাছের চারা"। dhakamail.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭।
- ↑ প্রতিনিধি, জেলা (১৯৭০-০১-০১)। "৪০ জন হতদরিদ্রকে রিকশা দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন"। dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭।
- ↑ "পাঠাও-উবার চালকদের আর্থিক সহায়তা দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "৬৪ জেলায় ৩৭২ মণ গোশত বিতরণ আস-সুন্নাহর"। dhakamail.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭।
- ↑ "গরিবের জন্য কুরবানির গোশত বিতরণের সহায়তা প্যাকেজ"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "বন্যার্তদের ১০০ কোটি টাকার সহায়তা দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন"। dhakamail.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-৩০।
- ↑ "আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিরামহীন কর্মযজ্ঞ"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ৩০ আগষ্ট ২০২৪।
- ↑ "আস-সুন্নাহ ফাউন্ডেশনের তিন দিনের দাওয়াহ প্রশিক্ষণ সম্পন্ন"। dhakamail.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৫।
- ↑ "আলেমদের কর্মদক্ষতা বৃদ্ধির বিশেষ কোর্স"। কালেরকন্ঠ। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭।
- ↑ "As-Sunna Foundation Books - আস-সুন্নাহ ফাউন্ডেশন এর বই | Rokomari.com"। www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭।
- ↑ Dhakatimes24.com। "নবীন উদ্যোক্তাদের সম্মাননা দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭।
- ↑ Dhakatimes24.com। "আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মাননা পেলেন ৫০ নবীন উদ্যোক্তা"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭।
- ↑ "নবীন উদ্যোক্তাদের আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মাননা"। www.kalerkantho.com। ২৯ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭।