আস-সাওয়াইকুল মুহরিকা
ইসলামি বই
আস-সাওয়াইকুল মুহরিকা (আরবি : الصواعق المحرقة; ইংরেজি : As-sawaiqul Muhriqah) হল একটি ইসলামি প্রসিদ্ধ গ্রন্থ। এটি ইসলামি পণ্ডিত বিশিষ্ট মুহাদ্দিস ইবনে হাজার আল হায়তামি লিখেছিলেন। এতে আলোচ্য বিষয়ের অনেক ক্ষেত্র অন্তর্ভুক্ত আছে যেমন - কীভাবে ইসলামের নবি মুহাম্মদ এর প্রতি সালাম পাঠাতে হয়। গ্রন্থটিতে শিয়া মতালম্বিদের ক্ষেত্রে একটি উপদল হিসাবে তাদের নিয়ে আলোচনা করা হয়েছে এবং তাদের দাবির বিবরণ ও খণ্ডন করার চেষ্টা করা হয়েছে। গ্রন্থটি বর্ণিত হিসেবে "ইমামা শিয়া মতবাদের বিরুদ্ধে এবং প্রথম তিন খলিফার প্রতিরক্ষার পক্ষে রচিত এখন পর্যন্ত একটি অন্যতম তর্কশাস্ত্র।"[১]
লেখক | ইবনে হাজার আল হায়তামি |
---|---|
দেশ | মিশর |
ভাষা | আরবি |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Werner Ende (নভে ১৯৯৭)। "The Nakhāwila, a Shite Community in Medina Past and Present"। Die Welt des Islams। Brill। 37 (3): 277।
ইসলাম বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |