আস্তুরিয়াস রয়্যাল ফুটবল ফেডারেশন
আস্তুরিয়াস রয়্যাল ফুটবল ফেডারেশন (স্পেনীয়: Real Federación de Fútbol del Principado de Asturias, ইংরেজি: Royal Football Federation of the Principality of Asturias; এছাড়াও সংক্ষেপে আরএফএফপিএ নামে পরিচিত) হচ্ছে স্পেনের আস্তুরিয়াসের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।[১] এই সংস্থাটি ১৯১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি, এর পাশাপাশি প্রতিষ্ঠার বছরেই সংস্থাটি আরএফইএফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর স্পেনের আস্তুরিয়াসে অবস্থিত।
আরএফইএফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯১৫ |
সদর দপ্তর | আস্তুরিয়াস, স্পেন |
ফিফা অধিভুক্তি | নেই |
আরএফইএফ অধিভুক্তি | ১৯১৫ |
সভাপতি | মাক্সিমিনো মার্তিনেস |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি আস্তুরীয় লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে আস্তুরিয়াস রয়্যাল ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মাক্সিমিনো মার্তিনেস।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Junta Directiva de la RFFPA"। ৭ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২১।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)