আস্কর কালীবাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ
আস্কর কালীবাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত আগৈলঝাড়া উপজেলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। [১] মূলত ঐতিহ্যবাহী আস্কর কালীবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহাত্মা রাই চরণ বৈরাগী এবং এলাকার কতিপয় শিক্ষানুরাগী। ১৯৪৩ সালের ১লা জানুয়ারি স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্কুলটি কলেজ শিক্ষা প্রদান করছে।[২]
আস্কর কালীবাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ | |
---|---|
ঠিকানা | |
স্কুল রোড ৮২৪০ | |
স্থানাঙ্ক | ২২°৫৬′৫১″ উত্তর ৯০°০৬′৫৮″ পূর্ব / ২২.৯৪৭৪৫৬১° উত্তর ৯০.১১৬০৮০২° পূর্ব |
তথ্য | |
ধরন | বেসরকারি বিদ্যালয় |
প্রতিষ্ঠাকাল | ১ জানুয়ারি ১৯৪৩ |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল |
ইআইআইএন | ১০০৩৫৫ |
অধ্যক্ষ | প্রিয়লাল মণ্ডল |
শিক্ষকমণ্ডলী | ২০ |
শ্রেণি | ষষ্ঠ - দ্বাদশ |
লিঙ্গ | বালক-বালিকা বিদ্যালয় |
শিক্ষার্থী সংখ্যা | ৬০০ + |
ভাষা | বাংলা |
ক্যাম্পাসের ধরন | গ্রামীণ |
রং | |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল |
বর্ষপুস্তক | নাই |
ছাত্রবৃত্তি | পায়রা সোস্যাল ওয়েলফেয়ার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ওয়ার্ল্ড কনসার্ন |
ওয়েবসাইট | http://askarkssc.edu.bd/ |
উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী
সম্পাদনা- রবিন্দ্র নাথ বাড়ৈ, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ
- আমোষ হালদার, ঢাকা বিশ্ববিদ্যালয়
- উজ্জ্বল হালদার, ভাষাবিজ্ঞান বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়; সহ-প্রতিষ্ঠাতা, পায়রা সোস্যাল ওয়েলফেয়ার[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Askar Kalibari Secondary School & College - Wikipedia" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৫।
- ↑ "বরিশালে ৩২ শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নীত | লোকালয়"। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Payra Social Welfare | Glory of Sacrifice | Non-profit org in Bangladesh" (ইংরেজি ভাষায়)। ২০১৭-১১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১১-১৬।