আসাম ডনবস্কো বিশ্ববিদ্যালয়
আসাম ডনবস্কো বিশ্ববিদ্যালয় ২০০৮ সালের ২৯ মার্চে গুয়াহাটি-এর আজারাত প্রতিষ্ঠা করা একটি ব্যক্তিগত বিশ্ববিদ্যালয়। আসাম ব্যক্তিগত বিশ্ববিদ্যালয় বিধি,২০০৭র অনুসারে আসাম ডনবস্কো বিশ্ববিদ্যালয় বিধি,২০০৯ ২০০৯ সাল ৯ জানুয়ারির মতে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছিল। Salesians of Don Bosco (SDB)র অধীনস্থ ডনবস্কো সোসাইটি বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করেন।[১][২][৩][৪] ডনবস্কো বিশ্ববিদ্যালয় আসামের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়।
নীতিবাক্য | Carpe Diem |
---|---|
বাংলায় নীতিবাক্য | Seize the Day |
ধরন | বেসরকারি বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ২০০৮ |
ধর্মীয় অধিভুক্তি | রোমান ক্যাথলিক |
বৃত্তিদান | $৮৮.৫২ মিলিয়ন |
আচার্য | ফাদার ভি.এম. থমাস (Salesians of Don Bosco) |
উপাচার্য | ফাদার ডঃ ষ্টিফেন মাভেলি (Salesians of Don Bosco) |
শিক্ষার্থী | ২৩০০+ |
অবস্থান | আজারা, গুয়াহাটি, , , |
শিক্ষাঙ্গন | নাগরিক |
সংক্ষিপ্ত নাম | ADBU |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগ সর্বভারতীয় প্রযুক্তিবিদ্যা শিক্ষা পরিষদ দূর শিক্ষা পরিষদ National Assessment and Accreditation Council |
ওয়েবসাইট | আসাম ডনবস্কো বিশ্ববিদ্যালয় |
ইতিহাস
সম্পাদনাউত্তর-পূর্বাঞ্চলের শিক্ষার সর্বাঙ্গীণ উন্নতির জন্য Salesians of Don Bosco সোসাইটি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৩৪ সালে শিলংে সেইন্ট এন্ঠনিজ কলেজ প্রতিষ্ঠা করার পর থেকে Salesians of Don Bosco উত্তর-পূর্বাঞ্চলে কয়েকটি উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে।
- ১১ আগস্ট, ২০০৮ সালে প্রথম প্রকৌশল এবং প্রযুক্তিবিদ্যার স্নাতকের পাঠক্রম আরম্ভ হয়েছিল।
- আসাম সরকার আসাম ডনবস্কো বিশ্ববিদ্যালয় বিধি ২০০৮ সালে অনুমোদন জানায়।
- ৬ ডিসেম্বর, ২০০৮ সালে আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ নিজেই বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
- ২০০৯ সালের ২০ আগস্টে প্রথম কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী এবং ২৭ আগস্টে খারঘুলির ডনবস্কো ব্যবস্থাপনা প্রতিষ্ঠান প্রথম ব্যবস্থাপনার স্নাতকোত্তর শ্রেণী আরম্ভ করা হয়।
- ৮ ডিসেম্বর ২০১০ সালে অনলাইন দূর শিক্ষা www.dbuglobal.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ আগস্ট ২০১৪ তারিখে তে আরম্ভ করা হয়।
শিক্ষা
সম্পাদনাবিশ্ববিদ্যালয়টি প্রকৌশল, ব্যবস্থাপনা, সমাজ বিজ্ঞান, গবেষণা এবং দূর শিক্ষার বিভিন্ন পাঠক্রম দেয়।
- প্রকৌশল এবং প্রযুক্তিবিদ্যার স্নাতক পাঠক্রম
- Civil Engineering
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Private Universities - University Grants Commission
- ↑ http://www.ugc.ac.in/oldpdf/alluniversity.pdf
- ↑ "The Assam Tribune Online"। ৪ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১।
- ↑ University