আশুতোষ চৌধুরী

বাঙালি লেখক, কবি এবং লোকগীতি সংগ্রাহক

আশুতোষ চৌধুরী (৫ ই নভেম্বর, ১৮৮৮-২৭ শে মার্চ, ১৯৪৪) ছিলেন বাঙালী কবি এবং লোকগীতি সংগ্রাহক। তিনি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামে ১৮৮৮ সালে জন্ম গ্রহণ করেন। তার রচিত ছেলেদের চট্টলাভূমি গ্রন্থটি পড়ে রায়াবাহাদুর দীনেশচন্দ্র সেন মুগ্ধ হয়ে তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১৯২৫ সালে লোকগীতি সংগ্রাহক নিযুক্ত করেন।[]

পালাগান সংগ্রহ

সম্পাদনা

নিজাম ডাকাতের পালা, কাফন চোরা, ভেলুয়া, হাতি খেদার গান, কমল সদাগরের পালা, সুজা তনয়ার বিলাপ, নছর মালুম, নুরুন্নেছা ও কবরের কথা, পরীবানুর হঁলা, দেওয়ান মনোহর ও মজুনা ইত্যাদি। এসব পালাগান পূর্ববঙ্গ-গীতিকায় প্রকাশিত হয়েছে।

সাহিত্য কর্ম

সম্পাদনা
  • গীতিকা (গানের সংকলন)
  • আদম আশক (কাহিনিকাব্য)
  • ব্যথার বাণী ও স্বপ্নের জয় (গাঁথাকাব্য)
  • চট্টগ্রামী ভাষা ও সংস্কৃতি (অভিধান)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মোমেন চৌধুরী (জানুয়ারি ২০০৩)। "চৌধুরী, আশুতোষ"। সিরাজুল ইসলাম[[বাংলাপিডিয়া]]ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ আগস্ট , ২০১৪  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য); ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)

2)সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত সংসদ বাংলা চরিতাভিধান ৫ ম সংস্করণ ৩য় মুদ্রণ পৃষ্ঠা ৮২