আশালতা সিংহ
বাঙালি লেখিকা
আশালতা সিংহ (১৯১১-১৯৮৩) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক।
আশালতা সিংহ | |
---|---|
জন্ম | ১৯১১ |
মৃত্যু | ১৯৮৩ (বর্তমান ভারত) |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৬৪ সাল পর্যন্ত) ভারত |
পেশা | লেখিকা |
পরিচিতির কারণ | গল্প ও উপন্যাস লিখেছেন |
ব্যক্তিগত জীবন
সম্পাদনাআশালতা সিংহ বিহারের ভাগলপুরে জন্মগ্রহণ করেন। বাল্যশিক্ষার হাতেখড়ি গৃহের ভিতরেই। আশালতা সিংহ এগারো বছর বয়সে বাবার সঙ্গে কলকাতায় এসে উঠেন বেলতলা রোডের বাড়িতে। তের বছরের ১৯২৪ সালে বীরভূমের বাতিকার গ্রামের জমিদার বাড়ির বউ হতে হয়েছে।
সাহিত্যকর্ম
সম্পাদনাবর্তমান শতকে তিরিশের দশকে তার গল্প ও উপন্যাস সকলকে চমক দিয়েছিল। সাহিত্য জীবনে খ্যাতি ও অখ্যাতি দুই তিনি পেয়েছিনেন। প্রবাসী, বসুমতী, বিচিত্রা সব বড় বড় কাগজে লিখেছেন। তার প্রকাশিত গ্রন্থ-
- আবির্ভাব,
- কলেজের মেয়ে,
- স্বয়ম্বরা,
- বিয়ের পরে,
- শহরের মোহ,
- সমর্পণ,
- একাকী,
- ভুলের ফসল,
- নূতন অধ্যায়,
- দুই নারী,
- জীবনধারা।
পরবর্তীকালে তিনি জীবনী লিখেন-
- শ্রীশ্রীবালানন্দ দেবের জীবনী,
- তপোবনে জ্যোতির্ময় দেবতা,
- পরমপুরুষ শ্রীশ্রীমহানন্দ,
- অমর জীবনী,
- সতাং প্রসঙ্গ
- একই বৃত্তে শ্রবণ মঙ্গলম।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ সেলিনা হোসেন ও নুরুল ইসলাম সম্পাদিত; বাংলা একাডেমী চরিতাভিধান; ফেব্রুয়ারি, ১৯৯৭; পৃষ্ঠা- ৭৪।