আশরাফ উদ্দিন
আশরাফ উদ্দিন বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব। তিনি চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ছিলেন। সর্বশেষ তিনি বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর (সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১]
আশরাফ উদ্দিন | |
---|---|
রেক্টর বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র | |
কাজের মেয়াদ ১ জানুয়ারি ২০২৩ – ৩০ মে ২০২৪ | |
পূর্বসূরী | রমেন্দ্র নাথ বিশ্বাস |
উত্তরসূরী | সাঈদ মাহবুব খান |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | সরকারি কর্মকর্তা, সচিব |
কর্মজীবন
সম্পাদনাআশরাফ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দেশ ও বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।[২]
কর্মজীবন
সম্পাদনাআশরাফ উদ্দিন বাংলাদেশ সিভিল সার্ভিসের ত্রয়োদশ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৪ খ্রিষ্টাব্দে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি মাঠ প্রশাসন, মন্ত্রণালয়, অধিদপ্তর ও পরিদপ্তর, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
তিনি বগুড়া ও যশোর জেলার জেলা প্রশাসক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ও মহাপরিচালক ছিলেন।[২] তিনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।[৩] এছাড়া তিনি চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৪] ২০২২ সালের ডিসেম্বর মাসে তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন।[৫] বর্তমানে তিনি বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সচিব পদে ৩ নতুন মুখ"। ভোরের কাগজ। ২৩ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ ক খ "বিভাগীয় কমিশনার এর জীবনবৃত্তান্ত"। চট্টগ্রাম বিভাগ। ১৬ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হলেন এনটিআরসিএ'র চেয়ারম্যান"। ঢাকাটাইমস। ২৩ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন"। জাগোনিউজ২৪.কম। ২৩ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "পদোন্নতি পেলেন দুই অতিরিক্ত সচিব"। দেশ টিভি। ২২ ডিসেম্বর ২০২২। ২১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "সচিব পদে ৩ নতুন মুখ"। আজকের পত্রিকা। ২২ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৩।