আল-ফারক বাইন আল-ফিরাক

আল-ফারক বাইন আল-ফিরাক হল শাফিঈ পন্ডিত আবু মনসুর আল-বাগদাদি (মৃত্যু ১০৩৭ সিই) এর একটি বই যা ইসলামের বিভিন্ন সম্প্রদায় এবং মতবাদের ভিন্নতার বিষয়ে লিখিত। [] বইটিতে মুসলিম উম্মাহ ৭৩টি দলে বিভক্ত হওয়ার বিষয়ে হাদিসের ব্যাখ্যা হিসাবে লেখা হয়েছে। বইটির লেখকের মতে, ইসলামের ৭২টি "বিপথগামী" সম্প্রদায়ের বিভিন্ন বিশ্বাস এবং এগুলোর বাইরে সুন্নি ইসলামের বিশ্বাসকে তুলে ধরা হয়েছে। [] বইটিতে এমন সব সম্প্রদায়ের মতবাদেরও রূপরেখা দেওয়া হয়েছে যেগুলিকে হাদীসের অধীনে অন্তর্ভুক্ত বলে মনে করা হয় না। []

আল-ফারক বাইন আল-ফিরাক
লেখকআবু মনসুর আল-বাগদাদি
ভাষাআরবি
বিষয়আকিদাহ
প্রকাশনার তারিখ
~১০৩৭ CE
পৃষ্ঠাসংখ্যা৩৬৬

আবু মনসুর হাদীসটির ৩টি বর্ণনা করেছেন। প্রথম বর্ণনায় তিনি লিখেছেন, আবু হুরায়রাকে মুহাম্মাদ বলেছেন: []

ইহুদিরা ৭১টি দলে বিভক্ত, খ্রিস্টানরা ৭২টি দলে এবং আমার উম্মতরা ৭৩টি দলে বিভক্ত হবে।

৭২টি সম্প্রদায়

সম্পাদনা

বইটির এই অংশটি ৮টি বিভাগে বিভক্ত। সেগুলো নিম্নরূপ: []

  1. রাফি সম্প্রদায়ের মতামতের ব্যাখ্যা
  2. খাওয়ারিজদের মতামতের ব্যাখ্যা
  3. মু'তাযিলা ও কাদিরয়া সম্প্রদায়ের মতামতের ব্যাখ্যা
  4. দিরারিয়া, বাকিরিয়া ও জাহমিয়াহসম্প্রদায়ের মতামতের ব্যাখ্যা
  5. কারিমিয়াদের মতামতের ব্যাখ্যা
  6. নৃতাত্ত্বিকদের মতামতের ব্যাখ্যা
  7. মুরজিয়াদের মতামতের ব্যাখ্যা
  8. নাজ্জারিয়াদের মতামতের ব্যাখ্যা

প্রতিটি বিভাগের মধ্যে কয়েকটি সম্প্রদায়ের রূপরেখা দেওয়া হয়েছে। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Abou-Mansur 'Abd-al-Kahir ibn-Tahir al-Baghdadi; Seelye, Kate Chambers (১৯১৯)। Moslem schisms and sects (Al-Fark Bain al-Firak), being the history of the various philosophic systems developed in Islam, by Abū-Manṣūr 'Abd-al-Kāhir ibn Tāhir al-Baghdādī... Part I, translated... by Kate Chambers Seelye...। Columbia University press।