আল-নকীব চৌধুরী

বাংলাদেশী রসায়নবিদ ও শিক্ষাবিদ

আল-নকীব চৌধুরী (জন্ম: ১৮ ফেব্রুয়ারি ১৯৬১) একজন বাংলাদেশী রসায়নবিদ ও শিক্ষাবিদ। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগের অধ্যাপক এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাবেক উপাচার্য।[]

অধ্যাপক ড.
আল-নকীব চৌধুরী
৩য় উপাচার্য
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২ জানুয়ারি ২০১৪ – ১ জানুয়ারি ২০১৮
পূর্বসূরীমোজাফফর হোসেন
উত্তরসূরীএম রোস্তম আলী
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1961-02-18) ১৮ ফেব্রুয়ারি ১৯৬১ (বয়স ৬৩)
কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশ বাংলাদেশী
দাম্পত্য সঙ্গীনূরতাজ বেগম
সন্তান
মাতাশামসুন নাহার
পিতামাজেজুল ইসলাম চৌধুরী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
হিরোশিমা বিশ্ববিদ্যালয়, জাপান
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

তিনি ১৯৬১ সালের ১৮ ফেব্রুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মাজেজুল ইসলাম চৌধুরী এবং মায়ের নাম শামসুন নাহার।[]

শিক্ষাজীবন

সম্পাদনা

চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে ১৯৮৩ সালে বিএসসি (সম্মান) ও ১৯৮৪ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে এমফিল এবং জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

সম্পাদনা

চৌধুরী ১৯৮৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি ১৯৯৬ সালে সহকারী অধ্যাপক, ২০০০ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। এর পাশাপাশি তিনি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে খণ্ডকালীন অধ্যাপক হিসেবেও শিক্ষকতা করেন।

কর্মজীবনে অধ্যাপনার পাশাপাশি তিনি বুয়েটের আহসানউল্লাহ হলের প্রভোস্ট, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক, রসায়ন বিভাগের প্রধান, বিভিন্ন কমিটির সদস্য, বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।[]

আল-নকীব চৌধুরী ২০১৪ সালের ২ জানুয়ারি থেকে ২০১৮ সালের ১ জানুয়ারি পর্যন্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[]

গবেষণাকর্ম

সম্পাদনা

তিনি একাধিক বইয়ের সহলেখক ও সম্পাদক। দেশী ও আন্তর্জাতিক জার্নালে তার প্রায় অর্ধশত গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।[]

সদস্যপদ

সম্পাদনা

চৌধুরী বাংলাদেশ রসায়ন সমিতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর দ্যা এডভান্সমেন্ট অব সায়েন্স, আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্যা এডভান্সমেন্ট অব সায়েন্সসহ বিভিন্ন পেশাজীবী ও গবেষণা সংগঠনের সদস্য। তিনি বহু সংগঠনের নেতৃত্বও দিয়েছেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পাবিপ্রবিতে নতুন ভিসির যোগদান"রাইজিংবিডি.কম। ৩ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২১ 
  2. "ড. আল-নকীব চৌধুরী" (পিডিএফ)বুয়েট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২১ 
  3. "পাবিপ্রবির নতুন ভিসি ড. আল-নকীব চৌধুরী"ক্যাম্পাস লাইভ। ৩ জানুয়ারি ২০১৪। ১৫ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২১