আল-কায়েদ জাওহার ইবনে আব্দাল্লাহ
আল-কায়েদ জাওহার ইবনে আব্দাল্লাহ (মৃত্যু ২৮ এপ্রিল ৯৯২) ছিলেন বাইজেন্টাইন (পূর্ব রোমান) সাম্রাজ্যের একজন শিয়া মুসলিম ফাতিমীয় জেনারেল, যিনি মাগরেব বিজয় এবং পরবর্তীতে মিশর বিজয়ের নেতৃত্ব দিয়েছিলেন, চতুর্থ ফাতেমীয় ইমাম-খলিফা আল-মু'ইজ্জ লি-দান আল্লাহর জন্য। তিনি ৯৭৩ সালে আল-মু'ইজের আগমন পর্যন্ত মিশরের ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেন, দেশটির উপর ফাতেমীয় নিয়ন্ত্রণ একত্রিত করেন এবং কায়রো শহরের ভিত্তি স্থাপন করেন। এরপর তিনি জনজীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত অবসর গ্রহণ করেন।[১]
জীবনী
সম্পাদনাআল-কাইদ জাওহরের জন্মতারিখ জানা যায়নি, কিন্তু ৯৯২ সালে তিনি মারা যান এবং তার কর্মজীবনের শীর্ষে ছিল ৯৫০ থেকে ৯৭৫ সালের মধ্যে, তাই ৯০০-এর দশকের আগে জন্মগ্রহণ করা সম্ভব নয়। তিনি আধুনিক ক্রোয়েশিয়ার কাভটাট এবং সিসিলীয় বংশোদ্ভূত (আল-সিকিলি) থেকে ছিলেন। তার বাবা আব্দাল্লাহ একজন ক্রীতদাস ছিলেন, কিন্তু জাওহর নিজেই কেবল একজন ফ্রিডম্যান হিসাবে উৎসগুলিতে সত্যায়িত।[১]
তথ্যসূত্র
সম্পাদনাউদ্বৃতি
সম্পাদনা- ↑ ক খ Monés ২০১২, পৃ. ৪৯৪।
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- Brett, Michael (২০১৭-০২-০৩)। Fatimid Empire (ইংরেজি ভাষায়)। Edinburgh University Press। আইএসবিএন 978-1-4744-2151-5।
- Monés, Hussain (২০১২-০৪-২৪)। "D̲j̲awhar al-Ṣiḳillī"। Encyclopaedia of Islam, Second Edition (ইংরেজি ভাষায়)। Brill। ডিওআই:10.1163/1573-3912_islam_sim_2034।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |