আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা, চান্দিনা

এর পশ্চিম পাশে অবস্থিত তাযকিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসা ও মাদরাসা দারুর রাশাদ চান্দিনা

চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় অবস্থিত একটি আলিয়া মাদ্রাসা ও দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান। এটা ইসলামি শিক্ষার জন্য একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান, যা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত। এছাড়াও দাখিল ও আলিম শ্রেণীর জন্য মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকার অন্তর্ভুক্ত।[] মাদ্রাসাটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠা লাভ করেছে, বর্তমানে মাদ্রাসাটি কুমিল্লা জেলার অন্যতম প্রধান ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান।[]

চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা, কুমিল্লা
মাদ্রাসার লোগো
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত৬ ফেব্রুয়ারি ১৯৮৪; ৪০ বছর আগে (1984-02-06)
প্রতিষ্ঠাতামাওলানা মনিরুজ্জামান
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (২০০৬- ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান)
মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীআনু. ৮০০
ঠিকানা
চান্দিনা
, , ,
শিক্ষাঙ্গনশহুরে
EIIN সংখ্যা১০৫৩৮৭
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন
ওয়েবসাইটhttp://105387.ebmeb.gov.bd/

অবস্থান

সম্পাদনা

মাদ্রাসাটি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা সদরে অবস্থিত। ঢাকা- চট্টগ্রাম বিশ্বরোডের চান্দিনা অংশের দক্ষিণ পাশে এটি অবস্থিত। মাদ্রাসাটির দক্ষিণ পাশে রয়েছে ঢাকা-চট্টগ্রাম ট্রাংক রোড। এর পশ্চিম পাশে অবস্থিত তাযকিয়াতুল উম্মাহ দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা ও মাদ্রাসা দারুর রাশাদ চান্দিনা।[][][][][]

ইতিহাস

সম্পাদনা

১৯৮৪ সালের ০৬ ফেব্রুয়ারি মাদ্রাসাটি স্থাপিত হয়। তৎসময়ে অত্র এলাকায় ধর্রীয় শিক্ষার কোন প্রতিষ্ঠান না থাকায় বিশিষ্ট্য ধর্মানুরাগী ব্যক্তি মনিরুজ্জামান প্রথম মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। যার নাম মাদ্রাসা গেইটে প্রতিষ্ঠাতা হিসাবে লেখা রয়েছে। মাদ্রাসাটি যখন প্রতিষ্ঠিত হয় তখন এবতেদায়ী থেকে দাখিল পর্যন্ত লেখাপড়া হতো। লেখাপড়ার মান সন্তোষজনক হওয়ায় ধাপে ধাপে মাদ্রাসাটি কামিল পর্যন্ত সরকারের অনুমতি পায়। ২০০৬ সালে ফাজিল শ্রেণী ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অধিভুক্তি লাভ করে, এবং ২০১৬ সালে মাদ্রাসাটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে স্থানান্তরিত হয়।

বর্ণনা

সম্পাদনা

অত্র মাদ্রাসাটির মোট সম্পতির পরিমাণ ২.০০কাঠা। এর মধ্যে ০.২৭ কাটা জায়গার উপর মাদ্রাসার ২টি তিনতলা ভবণ একাডেমিক ভবন রয়েছে। আর ০.৫০কাঠা জায়গায় রয়েছে ছাত্র/ছাত্রীদের জন্য খেলাধুলার মাঠ। মাদ্রাসার দক্ষিণ পাশে রয়েছে একটি বড় আকারের জামে মসজিদ। মসজিদের সাথে রয়েছে মাদ্রাসার দক্ষিণ পাশের গেট। উত্তর পাশে রয়েছে মাদ্রাসার দ্বীতিয় গেইট। মাদ্রাসার একাডেমিক ভবণ গুলো একটি পূর্ব ও পশ্চিমে লম্বা। যার সম্মুখ হলো দক্ষিণ দিক। অপর ভবণটি উত্তর ও দক্ষিণে লম্বা। যার সম্মুখ হচ্ছি পূর্বমূখী। মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশে রয়েছে মসজিদের একটি অজুখানা ও একটি ছোট আকারের পুকুর। মাদ্রাসার দক্ষিণ পাশের গেইটের দক্ষিণ হলো চান্দিনা বাজার।

শিক্ষক-শিক্ষার্থী

সম্পাদনা

মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের পাঠদানের জন্য রয়েছে একঝাক দক্ষ শিক্ষক মন্ডলী। তারা কঠোর পরিশ্রমী। নিজেদের সন্তানের মতো করে ছাত্র/ছাত্রীদের পাঠদান করান। মাদ্রাসার ছাত্র/ ছাত্রীদের শিক্ষকগনের সাথে রয়েছে সুসম্পর্ক। যার জন্য অত্র প্রতিষ্ঠানের লেখাপড়ার মান ভালো। প্রতি বছরের বোর্ডের সব পরীক্ষায় তাদের ফলাফল সন্তোষজনক।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ajker-comilla.com (২০১৮-০১-২৫)। "চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসায় অধ্যক্ষের সংবর্ধনা"Ajker Comilla। সংগ্রহের তারিখ ২০২১-১২-০২ 
  2. admin@akashtv24.com। "বর্ণাঢ্য আয়োজনে আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা ব্লাড ব্যাংকের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত"www.akashtv24.com। ২০২১-১২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-০২ 
  3. "কুমিল্লা-জেলার-চান্দিনা-উপজেলাধীন-আল-আমিন-ইসলামিয়া-কামিল-মাদ্রাসার-শিক্ষক-জনাব-মোঃ-ইস"dme.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩ 
  4. "পরীক্ষায় নকল সরবরাহ: অর্থদণ্ড, ৩ শিক্ষককে বহিষ্কার"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩ 
  5. "চান্দিনায় পরীক্ষার্থী বহিষ্কার : শিক্ষকসহ দু'জনের জরিমানা"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩ 
  6. "Al-amin Islamia Kamil Madrasha"Sohopathi | সহপাঠী (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০১। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩ 
  7. বাংলাদেশ, আজকের (২০১৯-০৪-২৯)। "নুসরাত হত্যার বিচারের দাবিতে চান্দিনায় মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মানববন্ধন | Ajker Bangladesh" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩