আলোক-অপেক্ষা-দ্রুতগামী

আলোর গতিবেগ এর চেয়ে দ্রুত বেগে তথ্য বা পদার্থের গতির অনুমান

আলোক-অপেক্ষা-দ্রুতগামী (Faster-than-light বা FTL) বা অধিআলোক (superluminal) হচ্ছে যোগাযোগ বা ভ্রমণ হচ্ছে আলোর গতিবেগ এর চেয়ে দ্রুত বেগে তথ্য বা পদার্থের গতির অনুমান।

চিত্রটি দেখায় যে আলোর চেয়ে দ্রুত গতি সঞ্চারিত করে, যা বিশেষ আপেক্ষিকতার প্রসঙ্গে টাইম ট্রাভেলকে বোঝায়।

বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে কেবল শূন্য স্থিতিভরের কণাই আলোর গতিবেগে ভ্রমণ করতে পারে। ট্যাকিয়ন নামে একটি কনার গতিবেগ আলোর বেগের চেয়ে বেশি বলে অনুকল্পিত হয়, কিন্তু এর অস্তিত্ব কারণবাদ বা কার্য-কারণ সম্পর্ককে লঙ্ঘণ করে, এবং পদার্থবিজ্ঞানীগণ এই ব্যাপারে এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেন নি। অন্যদিকে, কয়েকজন পদার্থবিজ্ঞানী যাকে "আপাত" বা "কার্যকরী" আলোক-অপেক্ষা-দ্রুতগামী বলে দাবি করছে[][][][] তা স্থান-কালের অস্বাভাবিক বিকৃত অঞ্চলের অনুকল্পের উপর নির্ভর করে, যেখানে আলো স্বাভাবিক বা অবিকৃত স্থানকালে যতটুকু সময়ে একটি অবস্থানে পৌঁছাবে, পদার্থ সেই বিকৃত অস্বাভাবিক অঞ্চলের কারণে দূরবর্তী অবস্থানে তার থেকেও কম সময়ে সেখানে পৌঁছাতে পারবে।

বর্তমান বৈজ্ঞানিক তত্ত্বগুলো অনুসারে, পদার্থ কোন স্থানিক বিকৃত স্থান-কালিক অঞ্চলের সাপেক্ষে আলোর চেয়ে কম গতিতে ভ্রমণ করতে পারে (অবআলোক)। আপাত অধিয়ালোক সাধারণ আপেক্ষিকতা থেকে বর্জিত নয়। আপাত অধিআলোক পদার্থবিজ্ঞানের আলোচনায় দূরকল্পী। এর প্রস্তাবসমূহের মধ্যে রয়েছে আলকুবিয়ের ড্রাইভ এবং অতিক্রমযোগ্য ক্ষুদ্রবিবর

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Gonzalez-Diaz, P. F. (২০০০)। "Warp drive space-time" (পিডিএফ)Physical Review D62 (4): 044005। arXiv:gr-qc/9907026 ডিওআই:10.1103/PhysRevD.62.044005বিবকোড:2000PhRvD..62d4005G 
  2. Loup, F.; Waite, D.; Halerewicz, E. Jr. (২০০১)। "Reduced total energy requirements for a modified Alcubierre warp drive spacetime"। arXiv:gr-qc/0107097  
  3. Visser, M.; Bassett, B.; Liberati, S. (২০০০)। "Superluminal censorship"। Nuclear Physics B: Proceedings Supplements88 (1–3): 267–270। arXiv:gr-qc/9810026 ডিওআই:10.1016/S0920-5632(00)00782-9বিবকোড:2000NuPhS..88..267V 
  4. Visser, M.; Bassett, B.; Liberati, S. (১৯৯৯)। Perturbative superluminal censorship and the null energy conditionAIP Conference Proceedings493। পৃষ্ঠা 301–305। arXiv:gr-qc/9908023 আইএসবিএন 978-1-56396-905-8ডিওআই:10.1063/1.1301601বিবকোড:1999AIPC..493..301V 

পরিভাষা

সম্পাদনা
  • Faster-than-light - আলোক-অপেক্ষা-দ্রুতগামী
  • Superluminal - অধিআলোক
  • Rest mass - স্থিতিভর
  • Traversable wormhole - অতিক্রমযোগ্য ক্ষুদ্রবিবর