আলেক্সিয়েই পেত্রোভিক বারান্নিকফ
আলেক্সিয়েই পেত্রোভিক বারান্নিকফ (ইংরেজি: Alekseĭ Petrovich Barannikov) ( ৯ মার্চ ১৮৯০ - ৫ সেপ্টেম্বর ১৯৫২ ) ছিলেন একজন রুশ ভাষাবিদ এবং প্রখ্যাত রুশ ভারততত্ত্ববিদ। [১] সোভিয়েত স্কুল অফ স্পেশালিস্টস্ অন ইন্ডিয়ান ফিলোলজির প্রতিষ্ঠাতা-প্রধান ছিলেন তিনি।
আলেক্সিয়েই পেত্রোভিক বারান্নিকফ | |
---|---|
জন্ম | জোলোটোনোশা, চেরকাসি ওব্লাস্ট, ইউক্রেন | ৯ মার্চ ১৮৯০
মৃত্যু | ৫ সেপ্টেম্বর ১৯৫২ লেনিনগ্রাদ (বর্তমানে সেন্ট পিটার্সবার্গ রাশিয়া) | (বয়স ৬২)
পেশা | অধ্যাপনা, গবেষক ও লেখক |
ভাষা | রুশ |
নাগরিকত্ব | রুশ নাগরিক |
শিক্ষা | সাংস্কৃতিক ভাষাতত্ত্বে ডক্টর অব সায়েন্স |
উল্লেখযোগ্য পুরস্কার | অর্ডার অফ লেলিন |
জীবনী
সম্পাদনাআলেক্সিয়েই পেত্রোভিক বারান্নিকফ ইউক্রেনের চেরকাসি ওব্লাস্টের জোলোটোনোশায় ১৮৯০ খ্রিস্টাব্দের 9 মার্চ জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন সূত্রধর। ১৯১৪ খ্রিস্টাব্দে তিনি ইতিহাস ও ভাষাবিদ্যায় স্নাতক হন। প্রাচীন, মধ্যযুগীয় এবং আধুনিক ভারতীয় ভাষা ও সাহিত্য পাঠে ব্যুৎপত্তি অর্জন করেন। তিনি ইউক্রেন এবং রাশিয়ার জিপসের উপভাষা নিয়েও পড়াশোনা করেন। [২] ভাষাতত্ত্বে তিনি ডক্টর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন।
১৯১৯ খ্রিস্টাব্দে সামারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার মধ্য দিয়েই কর্মজীবন শুরু করেন। ১৯২০ খ্রিস্টাব্দে যোগ দেন সারাতোভ স্টেট ইউনিভার্সিটিতে। ১৯২২ খ্রিস্টাব্দে লেনিনগ্রাদ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ভাষা বিভাগের প্রধান হন এবং আমৃত্যু ভারতীয় ভাষা ও সাহিত্যে অধ্যাপনা করেন। রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত ভারততত্ত্ববিদ ভেরা আলেকজান্দ্রাভনা নোভিকোভা আলেক্সিয়েই পেত্রোভিক বারান্নিকফের অধীনে বঙ্কিমচন্দ্রের উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। [৩] রুশ ভারততত্ত্ববিদ ভ্যাসিলি বেসকরোভনিও তার অধীনে গবেষণা করেন।
ভাষাতত্ত্ববিদ হিসাবে তিনি ১৯১১ খ্রিস্টাব্দ হতে ১৯৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত লেলিনগ্রাদ ইনস্টিটিউট অফ লিভিং ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজেস্-এ ভারতীয় ভাষাসমূহের প্রধান ছিলেন। ১৯৩৯ খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়ার অ্যাকাডেমি অফ সায়েন্সেসের সদস্য হন। [১]
রচিত গ্রন্থসমূহ
সম্পাদনা- হিন্দুস্তানী (উর্দু এবং হিন্দিতে) দুই খণ্ডে (১৯৩৪)
- প্রেম সাগর (১৯৩৭) লাল্লুজি লাই গ্রন্থের অনুবাদ
- রামায়ণ (১৯৪৮) তুলসী দাসের রচনার অনুবাদ। [১]
- Indiiskaia filologiia: Literaturovedenie (১৯৫৯) মস্কো - (ভারতীয় ভাষাতত্ত্বের উপর সাহিত্যের সূচনা রুশ ভাষায়)
- Fleksiia i analiz v novoindiiskikh iazykakh.” Uch. zap. LGU: Seriia vostokovedcheskikh nauk, 1949, issue 1.
ইউক্রেন এবং রাশিয়ার জিপসিদের উপভাষা, রীতিনীতি, লোককাহিনী নিয়ে লেখেন-
- বারান্নিকফ, আলেক্সিয়েই পেত্রোভিক (১৯৩৪)। দ্য ইউক্রেনীয়ান অ্যান্ড সাউথ রাশিয়ান জিপসি ডায়ালেক্টস্। পাবলিশিং অফিস অফ দ্য অ্যাকাডেমি। পৃষ্ঠা ২২৬।
জীবনাবসান
সম্পাদনাড.আলেক্সিয়েই পেত্রোভিক বারান্নিকফ ১৯৫২ খ্রিস্টাব্দের ৫ সেপ্টেম্বর লেনিনগ্রাদে প্রয়াত হয়।
- ↑ ক খ গ "Aleksei Petrovich Barannikov"। সংগ্রহের তারিখ ২০২৪-১০-০৪।
- ↑ "Aleksey Petrovich Barannikov"। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২৪।
- ↑ সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬, পৃষ্ঠা ৫১৭, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬