আলেক্সান্দার সুস্নিয়ার

আলেক্সান্দার সুস্নিয়ার (সার্বীয়: Aleksandar Šušnjar/Александар Шушњар; জন্ম: ১৯ আগস্ট ১৯৯৫) হলেন একজন অস্ট্রেলীয় পেশাদার ফুটবলার, যিনি মাডা বোলেস্লাভ এবং অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। [] তিনি হচ্ছেন একজন সার্বিয়ান-অস্ট্রেলিয়ান। তিনি যুব পর্যায়ে সার্বিয়ার প্রতিনিধিত্ব করেছেন।

আলেক্সান্দার সুস্নিয়ার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলেক্সান্দার সুস্নিয়ার
জন্ম (1995-08-19) ১৯ আগস্ট ১৯৯৫ (বয়স ২৯)
জন্ম স্থান পার্থ, অস্ট্রেলিয়া
উচ্চতা ১.৯২ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান অস্ট্রেলিয়া
ক্লাবের তথ্য
বর্তমান দল
মাডা বোলেস্লাভ
জার্সি নম্বর ১৫
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৩–২০১৪ একরানাস ৩০ (৫)
২০১৫ পার্থ এসসি (১)
২০১৫–২০১৬ দঙ্গি স্রেম ২৩ (১)
২০১৬ লিয়েতাভা জোনাভা ১৪ (১)
২০১৬–২০১৭ গাজ মেতান মেদিয়াস ১৮ (০)
২০১৭ তেপ্লিসে ২৭ (০)
২০১৮– মাডা বোলেস্লাভ (০)
জাতীয় দল
২০১১ সার্বিয়া অনূর্ধ্ব-১৭ (০)
২০১৮– অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ (০)
২০১৮– অস্ট্রেলিয়া (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৩ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৩ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

সম্পাদনা

আন্তর্জাতিক পর্যায়ে, সুস্নিয়ার প্রথমত সার্বিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেছেন, যেখানে তিনি সার্বিয়া অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ১টি ম্যাচ খেলেছেন। যাহোক, ২০১৮ সালের জানুয়ারি মাসে, তিনি অস্ট্রেলীয় এফএ-এর মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হন এবং অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ দলে অন্তর্ভুক্ত হন।

তিনি ২০১৮ সালের মার্চ মাসে আয়োজিত এক প্রীতি ম্যাচের জন্য সর্বপ্রথম জাতীয় দলে ডাক পান।[] তিনি ২০১৮ সালের ২৩শে মার্চ তারিখে, নরওয়ের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে খেলার মাধ্যমে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে অভিষেক করেন।

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

তার স্থানীয় ভাষা ইংরেজি ছাড়াও, তিনি সার্বীয়, লিথুয়ানীয়, চেক এবং রোমানীয় ভাষায় কথা বলতে পারেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Aleksandar Susnjar s-a despărțit de Gaz Metan. A semnat cu FK Teplice"। ২৪ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৮ 
  2. https://www.socceroos.com.au/news/bert-van-marwijk-confirms-preliminary-caltex-socceroos-squad-march-matches
  3. McCullough, Ian। "Socceroos bolter Aleksandar Susnjar undaunted as sacrifices pay off"The Sydney Morning Herald। Fairfax Media। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা