আলেক্ষ্যং ইউনিয়ন
আলেক্ষ্যং বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত রোয়াংছড়ি উপজেলার একটি ইউনিয়ন।
আলেক্ষ্যং | |
---|---|
ইউনিয়ন | |
৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে আলেক্ষ্যং ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৪′০″ উত্তর ৯২°২২′৯″ পূর্ব / ২২.২৩৩৩৩° উত্তর ৯২.৩৬৯১৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | বান্দরবান জেলা |
উপজেলা | রোয়াংছড়ি উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা |
আয়তন | |
• মোট | ১১৩.৯৬ বর্গকিমি (৪৪.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫,৩২৮ |
• জনঘনত্ব | ৪৭/বর্গকিমি (১২০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৬.৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৬১০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাআলেক্ষ্যং ইউনিয়নের আয়তন ২৮,১৬০ একর (১১৩.৯৬ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ৬,০১০জন। এর মধ্যে ৪,৫৫৮জন বৌদ্ধ, ১,০০৬জন খ্রিস্টান, ৩৭১জন মুসলিম, ৭৫জন হিন্দু ।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনারোয়াংছড়ি উপজেলার উত্তর-মধ্যাংশে আলেক্ষ্যং ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে নোয়াপতং ইউনিয়ন ও বান্দরবান সদর উপজেলার বান্দরবান সদর ইউনিয়ন, দক্ষিণে রোয়াংছড়ি সদর ইউনিয়ন, পূর্বে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন এবং উত্তরে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাআলেক্ষ্যং ইউনিয়ন রোয়াংছড়ি উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রোয়াংছড়ি থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৩]
ওয়ার্ড নং | গ্রাম/পাড়ার নাম |
---|---|
১নং ওয়ার্ড | মংপ্রুপাড়া, গুরুপাড়া, আলিচুপাড়া, ওয়াব্রেংপাড়া |
২নং ওয়ার্ড | বম হেডম্যানপাড়া, বিনাংগোপাড়া, লোলিত মোহনপাড়া, ললিত মোহনপাড়া, চিনিপাড়া, নোয়াপাড়া, রুরুপাড়া, সিরামনিপাড়া |
৩নং ওয়ার্ড | প্রতিজ্ঞাপাড়া, চুয়ান বিলপাড়া, খেলংপাড়া, তারাছাপাড়া, সূর্যবানপাড়া, মডেন্দ্রপাড়া, দৈয়কুমারপাড়া, সিপিপাড়া, রুলকিপাড়া, মডেল বমপাড়া |
৪নং ওয়ার্ড | চহ্লাপাড়া, শিলবাধাপাড়া, ফোসাউপাড়া, জাদুমনিপাড়া, বাজারপাড়া |
৫নং ওয়ার্ড | বেক্ষ্যংপাড়া, লোগইপাড়া, বাক্ষ্যংপাড়া |
৬নং ওয়ার্ড | সাধুচন্দ্রপাড়া, নারাইংপাড়া, মণিচন্দ্রপাড়া |
৭নং ওয়ার্ড | গ্রোক্ষ্যংপাড়া, পুণর্বাসনপাড়া, নাথুক্রিপাড়া, হ্লাপাইগইপাড়া |
৮নং ওয়ার্ড | বিজয়পাড়া, জামাচন্দ্রপাড়া, বটতলীপাড়া, পাইংক্ষ্যংপাড়া, আঙ্গাপাড়া, চানমুনিপাড়া |
৯নং ওয়ার্ড | ওয়াগয়পাড়া, নাতিংঝিরিপাড়া |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আলেক্ষ্যং ইউনিয়নের সাক্ষরতার হার ৩৬.৮%।[১] এ ইউনিয়নে ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[৪]
- কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আলেক্ষ্যং হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কদমপ্রুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কচ্ছপতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জামাচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তারাছাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভাঙ্গামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাংটুক্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হ্লাপাইগই সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাআলেক্ষ্যং ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল রোয়াংছড়ি-আলেক্ষ্যং সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম চাঁদের গাড়ি।
খাল ও নদী
সম্পাদনাআলেক্ষ্যং ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে বেংছড়ি খাল ও তারাছা খাল।[৫]
হাট-বাজার
সম্পাদনাআলেক্ষ্যং ইউনিয়নের প্রধান ২টি হাট-বাজার হল কচ্ছপতলী বাজার এবং বটতলী বাজার।[৬]
দর্শনীয় স্থান
সম্পাদনাআলেক্ষ্যং ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৭]
- রামাতং পাহাড়
- শীলবান্ধা ঝর্ণা
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা[৮]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯।
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - আলেক্ষ্যং ইউনিয়ন - আলেক্ষ্যং ইউনিয়ন"। alekyongup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - আলেক্ষ্যং ইউনিয়ন - আলেক্ষ্যং ইউনিয়ন"। alekyongup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "খাল ও নদী - আলেক্ষ্যং ইউনিয়ন - আলেক্ষ্যং ইউনিয়ন"। alekyongup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "হাট বাজার - আলেক্ষ্যং ইউনিয়ন - আলেক্ষ্যং ইউনিয়ন"। alekyongup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "দর্শনীয় স্থান - আলেক্ষ্যং ইউনিয়ন - আলেক্ষ্যং ইউনিয়ন"। alekyongup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "বিশ্ব নাথ তঞ্চঙ্গ্যা - আলেক্ষ্যং ইউনিয়ন - আলেক্ষ্যং ইউনিয়ন"। alekyongup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।