আলী ইবনুল কাত্তান

মরক্কী লেখক

আবুল হাসান আলী ইবনে মোহাম্মদ ইবনে আল-কাত্তান আল-ফাছি (মৃত্যুঃ ১২৩১ খ্রিঃ) মরক্কোর আল-মোহাদ খিলাফতের সময়কার একজন ইমাম, মুহাদ্দিস এবং উলামাদের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন।[] তিনি ৬২৮ হিজরি সনে কর্ডোবাতে জন্মগ্রহণ করেন এবং ফেজ নগরীতে বসবাস করতেন।

তার গুরুত্বপূর্ণ দু’টি গ্রন্থের নাম "কিতাব আল-নাজার ফি আহকাম আল-নাজার বি-হাসসাত আল-বাসার"[] এবং “বায়ান আল-ওয়াম ওয়াল ইহাম আল ওয়াকি’ইন ফি কিতাব আল-আহকাম”।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Eric Chaumont, "La notion de 'awra selon abu l-hasan 'alî b. muhammad b. al-qattân al-fâsî (m. 628/1231)" (trl.
  2. ed. 1996 in Beyrouth-Casablanca ref. in: Maghen, Ze'ev, "See No Evil: Morality and Methodology in Ibn Al-qattan al-Fasi's Ahkam al-nazar bi-Hassat al-Basar" in: Islamic Law and Society, Vol. 14, No. 3. (2007), pp. 342-390
  3. ed. al-Huasayn Ayat Said, 5 vols (Riad: Dar al-Tayba, 1997 ref. in:Jonathan A. C. Brown, The canonization of al-Bukhārī, BRILL, 2007, passim