আলী আশরাফ (অধ্যাপক)
বাংলাদেশী শিক্ষাবিদ
আলী আশরাফ একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।[১]
অধ্যাপক ড. আলী আশরাফ | |
---|---|
উপাচার্য | |
কুমিল্লা বিশ্ববিদ্যালয় | |
কাজের মেয়াদ ৩ ডিসেম্বর ২০১৩ – ২ ডিসেম্বর ২০১৭ | |
পূর্বসূরী | আমির হোসেন খান |
উত্তরসূরী | এমরান কবির চৌধুরী |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
কর্মজীবন
সম্পাদনাতিনি ১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক হন। অধ্যাপনার পাশাপাশি তিনি চবির প্রক্টর, অর্থ কমিটির সদস্য, শাহ আমানত হল ও প্রীতিলতা হলের প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।[২]
আলী আশরাফ ২০১৩ সালের ৩ ডিসেম্বর থেকে ২০১৭ সালের ২ ডিসেম্বর পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[৩]
সদস্যপদ
সম্পাদনাআলী আশরাফ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ছিলেন।[২]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কুবির নতুন উপাচার্য অধ্যাপক আলী আশরাফ"। ক্যম্পাসলাইভ। ২ ডিসেম্বর ২০১৩। ১৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২।
- ↑ ক খ "কুবির নতুন ভিসি আলী আশরাফ"। বাংলাদেশ প্রতিদিন। ৪ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২।
- ↑ "Vice Chancellors of the University Since 2006" [২০০৬ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ]। কুমিল্লা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২।