আলিউ দিয়েং

মালীয় ফুটবলার

আলিউ দিয়েং (ফরাসি: Aliou Dieng; জন্ম: ১৬ অক্টোবর ১৯৯৭) হলেন একজন মালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মিশরের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর মিশরীয় প্রিমিয়ার লিগের ক্লাব আল আহলি এবং মালি জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[] তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

আলিউ দিয়েং
২০২১ সালে আল আহলির হয়ে আলিউ
ব্যক্তিগত তথ্য
জন্ম (1997-10-16) ১৬ অক্টোবর ১৯৯৭ (বয়স ২৭)
জন্ম স্থান বামাকো, মালি
উচ্চতা ১.৭৯ মিটার (৫ ফুট ১০+ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল আহলি
জার্সি নম্বর ১৫
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:২৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আলিউ ২০১৫ সালে মালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৫ ম্যাচে ২টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

আলিউ দিয়েং ১৯৯৭ সালের ১৬ই অক্টোবর তারিখে মালির বামাকোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
২৬ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
মালি ২০১৫
২০১৬
২০১৭
২০২০
২০২১
২০২২
সর্বমোট ২৫

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Al Ahly Players" [আল আহলি খেলোয়াড়]। alahlyegypt.com (ইংরেজি ভাষায়)। কায়রো: আল আহলি স্পোর্টিং ক্লাব। ৫ অক্টোবর ২০২০। ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা