আলাপ:হাসিব আহসান
এই পাতাটি হাসিব আহসান নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
হাসিব আহসান ভালো নিবন্ধের মানদণ্ডের ভিত্তিতে ক্রীড়া এবং বিনোদন বিষয়ক ভালো নিবন্ধ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। আপনি নিবন্ধটিতে আরও উন্নয়ন করতে পারেন, সাহসী হোন ও তাই করুন। যদি নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত না হয়, তাহলে এটির পূনঃমূল্যায়ন হতে পারে। পর্যালোচনা: ২ আগস্ট ২০২৪। (পর্যালোচিত সংস্করণ)। |
এই নিবন্ধটি উইকিপিডিয়া ১৫ অনলাইন প্রতিযোগিতার অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। |
হাসিব আহসান ক্রীড়া এবং বিনোদনবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন। | ||||
|
এই নিবন্ধটি নিচের উইকিপ্রকল্পগুলির অংশ: | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
হাসিব আহসান নিবন্ধ থেকে একটি তথ্য ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে উইকিপিডিয়ার প্রধান পাতার আপনি জানেন কি? কলামে প্রদর্শিত হয়েছে (পরিদর্শন পরীক্ষা করুন)। প্রদর্শিত তথ্যটি নিম্নে দেওয়া হলো:
|
ভালো নিবন্ধের পর্যালোচনা
সম্পাদনাসরঞ্জামবাক্স |
---|
- এই পর্যালোচনাটি আলাপ:হাসিব আহসান/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।
পর্যালোচক: মোহাম্মদ মারুফ (আলাপ · অবদান) ১৩:০০, ৮ জুলাই ২০২৪ (ইউটিসি)
পর্যালোচনা
সম্পাদনা- ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)
- নিবন্ধটি সুলিখিত।
- ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):
খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):
- ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):
- তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য।
- ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):
খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):
গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):
- ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):
- নিবন্ধের ব্যাপকতা রয়েছে।
- ক) (প্রধান বিষয়):
খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):
- ক) (প্রধান বিষয়):
- নিরপেক্ষভাবে লিখিত।
- পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
- পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
- নিবন্ধটি স্থিতিশীল।
- কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
- কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
- যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
- ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):
খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):
- ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):
- সিদ্ধান্ত:
- উত্তীর্ণ/অনুত্তীর্ণ:
- উত্তীর্ণ/অনুত্তীর্ণ:
প্রধান পাতার জন্য সূচনাংশ
সম্পাদনাহাসিব আহসান ছিলেন একজন পাকিস্তানি ক্রিকেটার, যিনি ১৯৫৮ থেকে ১৯৬২ সালের মধ্যে পাকিস্তানের হয়ে মোট ১২টি টেস্ট ক্রিকেট ম্যাচ খেলেছেন। তিনি ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের (বর্তমান খাইবার পাখতুনখোয়া) পেশাওয়ার শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন ডানহাতি অফ স্পিনার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪৯.২৫ গড়ে ২৭টি উইকেট সংগ্রহ করেছেন; যার মধ্যে পাঁচ উইকেট শিকার ছিল ২ বার। প্রথম-শ্রেণীর ক্রিকেটে তিনি ৪৯ ম্যাচে ২৭.৭১ গড়ে ১৪২টি উইকেট শিকার করেছেন। ১৯৮০ সালে তিনি পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ও ব্যবস্থাপনক ছিলেন এবং ১৯৮৭ ক্রিকেট বিশ্বকাপের সাংগঠনিক দলের সদস্য হিসেবে কাজ করেছেন। ২০১৩ সালের ৮ মার্চ ৭৩ বছর বয়সে করাচিতে তিনি মৃত্যুবরণ করেন। (বাকি অংশ পড়ুন...) - উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৮৯ মোঃ মারুফ হাসান (আলাপ) ১৭:৫৩, ১৩ জুলাই ২০২৪ (ইউটিসি)