আলাপ:স্ট্রিং তত্ত্ব

সাম্প্রতিক মন্তব্য: Frdayeen কর্তৃক ১৭ বছর পূর্বে

স্ট্রিং এর বাংলা রজ্জু করার কি খুব দরকার আছে? এই ব্যাপারে সবার মতামত চাই। আমি পদার্থ বিজ্ঞানের ছাত্র নই, তাই এইটাকে বাংলায় পদার্থবিদরা রজ্জু বলেন কিনা, এই বিষয়ে আমার খুবই কৌতুহল হচ্ছে। --রাগিব (আলাপ | অবদান) ২২:১১, ৭ আগস্ট ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

যতদূর জানি -এটিকে স্ট্রিং থিওরীই বলা হয়। আমি রজ্জু তত্ত্ব বলার পক্ষপাতি নই।  :)--দায়ীন(আলাপ)/(অবদান) ১০:৩৬, ২৫ জানুয়ারি ২০০৮ (ইউটিসি)উত্তর দিন
বিজ্ঞানের ব্যাপারে কথা বলার সময় আমরা হরহামেশাই ইংরেজিতে কথা বলি (তা-ও ভাগ্য ভাল ১৯৭১-এ দেশ স্বাধীন হবার ফলে নতুন দেশের উৎসাহের জোয়ারে কিছু বাংলা পরিভাষা পাওয়া গেছে)। তবে লিখিত, পরিমার্জিত বাংলায় String thoery-র বাংলা কী হবে, তা আসলে এর উপর প্রকাশিত বাংলা বইপত্র থেকে দেখতে হবে। আর যদি এক বা একাধিক বিশিষ্ট পদার্থবিজ্ঞান লেখক কোন বাংলা প্রতিশব্দ করে থাকেন, তাহলে আমার মতে সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত। --অর্ণব (আলাপ | অবদান) ১২:২৭, ২৫ জানুয়ারি ২০০৮ (ইউটিসি)উত্তর দিন
সহমত। ভালো পরিভাষা পেলে ব্যবহার করা যেতে পারে।--দায়ীন(আলাপ)/(অবদান) ১৪:১৮, ২৫ জানুয়ারি ২০০৮ (ইউটিসি)উত্তর দিন
"স্ট্রিং তত্ত্ব" পাতায় ফেরত যান।