আলাপ:সৈয়দ মুহাম্মদ ইসহাক

সাম্প্রতিক মন্তব্য: Hatorininja কর্তৃক ৮ বছর পূর্বে "রচনাবলি" অনুচ্ছেদে

নিবন্ধের উল্লেখযোগ্যতা

সম্পাদনা

বাংলাদেশে চরমোনাই পীরের তরিকার বহু অনুসারি রয়েছে এবং তরিকাটি জনপ্রিয়ও বটে। যেহেতু চরমোনাই পীর একটি পদ এবং সময়ে সময়ে পীরের পরিবর্তন ঘটে। জনপ্রিয় এই তরিকার প্রধান হিসেবে এ পদে উপবিষ্ট ব্যক্তিকে উল্লেখযোগ্য বলা যেতে পারে। আর এই তরিকার প্রবর্তক হিসেবে তো অবশ্যই এই নিবন্ধের বিষয় উল্লেখযোগ্য।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৫৪, ১১ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

কারো কোন আপত্তি না থাকলে উল্লেখযোগ্যতা ট্যাগ অপসারন করলাম এবং শুধু নাম শিরোনামে স্থানান্তর করলাম। আপত্তি থাকলে এখানে জানান। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:০৮, ১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ইসলামী জীবন

সম্পাদনা

ইসলামী জীবনে আছে এক ধরনের আলৌকিকতা, আর তা হলো ইহ জগত ও পর জগতের পরম সূখ। কাজী সফি আবেদীন (আলাপ) ১৯:১১, ২৪ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

রচনাবলি

সম্পাদনা

রচনাবলি অনুচ্ছেদে যেগুলো উল্লিখিত আছে সব গুলোই তার নিজের লিখিত নয়। আসলে এগুলো ছিল বিভিন্ন এলাকায় ভ্রমণ করে দেয়া ওয়াজ/বক্তৃতা এর হুবহু কপি। তার অনুগত শীষ্যরা এগুলো অডিও থেকে লিপিবদ্ধ করে বই আকারে ছাপায়। এগুলো - মুছে দেয়ার জন্য অনুরোধ । নিচে তালিকা দিলাম- Hatorininja (আলাপ) ১৭:৪২, ২৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

বেহেস্তের সুখ; * দোযখের দুঃখ; * আশেকে মাশুক; * ভেদে মারিফত; * মারিফতে হক বা তালিমে জিকর খাস পর্দা বা স্বামীর খেদমত; * নামাজ শিক্ষা; * ধূম বিনাশ বা দিল পাক; * তাবিজের কিতাব; * জিহাদে ইসলাম; * পীর হইয়া আবার কাফির হয় কেন?; ফরিদপুরে বিরাট বহস; * নোয়াখালীর বিরাট বহসশর্ষিনার সওয়াল চরমোনাইয়ের জওয়াব; * কবরের আজাব - মস্তবড় আজাব দেখি না কেন?; * জুমার নামাজ; * জিকরে জলি বা ওয়াজ হালের অকাট্য দলিল এবং * যুক্তিপূর্ণ ওয়াজ বা মাওলাপাকের অনুসন্ধান।

"সৈয়দ মুহাম্মদ ইসহাক" পাতায় ফেরত যান।