আলাপ:সিস্টেম অব গভর্নমেন্ট আন্ডার দ্য হোলি প্রফেট
সাম্প্রতিক মন্তব্য: Meghmollar2017 কর্তৃক ৩ বছর পূর্বে "ফেব্রুয়ারি ২০২১" অনুচ্ছেদে
এই পাতাটি সিস্টেম অব গভর্নমেন্ট আন্ডার দ্য হোলি প্রফেট নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
ফেব্রুয়ারি ২০২১
সম্পাদনা@Meghmollar2017: কি রকম উল্লেখযোগ্যতা থাকলে এরকম এক লাইনের নিবন্ধ লিখতে পারব? - ওয়াইস আলাপ ১৪:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Owais Al Qarni: ভাই, সত্যি বলতে আমিও জানি না। ইংরেজিতে নিবন্ধটি ১৫ বছর ধরে এভাবে পড়ে আছে। আমিও অবাক হয়েছিলাম। যেহেতু উতড়ে গেছে, নিশ্চয়ই উল্লেখযোগ্যতা আছে। সারাদিন কাঠখোট্টা নীতিমালায় মুখ গুঁজে না রেখে, একটু আনন্দময় কিছু তো করাই যায়, সেই ভেবে তৈরি করলাম। [মানছি, ইংরেজি থেকে বাংলা স্বতন্ত্র, কেউ যদি {{db-empty}} লাগিয়েও দেয়, তবে কিছু করার থাকে না। যাই হোক,] আপনাকে নতুন বসন্তের শুভেচ্ছা। — Meghmollar2017 • আলাপ • ১৪:৪৫, ১৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Meghmollar2017: ইংরেজিতে আমি এরকম শত শত নিবন্ধ দেখেছি। উতরে গেছে এমন নয়। এগুলো কেউ ট্যাগ দিলেই চলে যাবে। যাক, আমি অনুবাদ করার সময় আরো অনেক কিছু যোগ করি। - ওয়াইস আলাপ ১৪:৫১, ১৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Owais Al Qarni: আপনি যদি এ সংক্রান্ত কিছু পান, তাহলে যোগ করে দিয়েন। 😁 ধন্যবাদান্তে — Meghmollar2017 • আলাপ • ১৪:৫৪, ১৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)